উত্তর: আল্লাহ তা'আলা আসমানে আছেন কুরআন থেকে তার প্রমাণ হলো, আল্লাহর এই বাণী:
তোমরা কি নিরাপদ হয়ে গেছো যে, আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদেরসহ ভূমিকে ধ্বসিয়ে দিবেন না? আর তখন তা আকস্মিকভাবে থরথর করে কাঁপতে থাকবে। (সূরা আল-মুলক ৬৭:১৬)
আর আল্লাহ তা'আলা আরশের ওপর সমুন্নত আছেন। কুরআন থেকে তার প্রমাণ হলো, আল্লাহ তা'আলার এই বাণী:
দয়াময় (আল্লাহ) আরশের ওপর সমুন্নত। (সূরা ত্বহা ২০:৫)
এ বিষয়ে কুরআনে সাত স্থানে [সূরা আল-'আরাফ ৭:৫৪, সূরা ইউনুস ১০:৩, সূরা আর-রা'দ ১৩:২, সূরা ত্ব-হা ২০:৫, সূরা আল-ফুরকান ২৫:৫৯, সূরা আস-সাজদাহ ৩২:৪, সূরা আল-হাদীদ ৫৭:৪] উল্লেখিত হয়েছে।
وَأَمِنتُم مَّن فِي السَّمَاءِ أَن يَخْسِفَ بِكُمُ الْأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ
তোমরা কি নিরাপদ হয়ে গেছো যে, আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদেরসহ ভূমিকে ধ্বসিয়ে দিবেন না? আর তখন তা আকস্মিকভাবে থরথর করে কাঁপতে থাকবে। (সূরা আল-মুলক ৬৭:১৬)
আর আল্লাহ তা'আলা আরশের ওপর সমুন্নত আছেন। কুরআন থেকে তার প্রমাণ হলো, আল্লাহ তা'আলার এই বাণী:
الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى
দয়াময় (আল্লাহ) আরশের ওপর সমুন্নত। (সূরা ত্বহা ২০:৫)
এ বিষয়ে কুরআনে সাত স্থানে [সূরা আল-'আরাফ ৭:৫৪, সূরা ইউনুস ১০:৩, সূরা আর-রা'দ ১৩:২, সূরা ত্ব-হা ২০:৫, সূরা আল-ফুরকান ২৫:৫৯, সূরা আস-সাজদাহ ৩২:৪, সূরা আল-হাদীদ ৫৭:৪] উল্লেখিত হয়েছে।