জবাব: নিফাসের সর্বনিম্ন সীমা নিয়ে একাধিক মত রয়েছে। তবে সঠিকতার সবচেয়ে নিকটবর্তী মত হচ্ছে, এর সর্বনিম্ন কোনো সীমা নেই। কেননা রাসূলুল্লাহ বলেন, ‘যদি এর পূর্বেই পবিত্রতা দেখো।' আর এটাই ইমাম শাফিয়ী ও ইমাম মুহাম্মাদের মত। এ মতের পক্ষে রয়েছেন শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ ও ইবন হাযম। (আস-সামারুল...