Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 800
- Comments
- 957
- Reactions
- 8,413
- Thread Author
- #1
জবাব: হায়েযের সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমা নিয়ে আলেমদের মাঝে মতবিরোধ রয়েছে। তবে এ মাসআলায় শাইখুল ইসলাম ইমাম ইবন তাইমিয়্যাহ যে মত প্রদান করেছেন, তা সর্বাধিক বিশুদ্ধ। তার মতে, হায়েযের সর্বনিম্ন ও সর্বোচ্চ কোনো সীমা নেই। বরং মহিলারা স্বাভাবিকভাবে যাকে হায়েয মনে করে তাই হায়েয বলে গণ্য করবে, যদিও তা একদিনের কম হয়। তবে নিরবিচ্ছিন্নভাবে লাগাতার কোনো মহিলার হায়েয হয় না। কেননা শরীআত ও ভাষাতত্ত্ব থেকে প্রমাণিত যে, একজন মহিলা কোনো সময় পবিত্র থাকবে আবার কোনো সময় ঋতুবতী হবে। পবিত্র অবস্থার জন্য কিছু বিধান রয়েছে আবার ঋতুকালীনের জন্য কিছু বিধান রয়েছে। (সিলসিলাতুয যইফাহ, ৩/৬০৯)
সূত্রঃ 'ফাতাওয়ায়ে আলবানী' বই থেকে, প্রশ্ন নং ৮৪; প্রকাশনীঃ বিলিভার্স ভিশন পাবলিকেশন্স
সূত্রঃ 'ফাতাওয়ায়ে আলবানী' বই থেকে, প্রশ্ন নং ৮৪; প্রকাশনীঃ বিলিভার্স ভিশন পাবলিকেশন্স
Last edited: