প্রশ্নোত্তর পিরিয়ডের কারণে ছুটে যাওয়া রোযাগুলো রমাযানের পরবর্তীতে কাজা করলে রমাযানের সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে কি?

Joined
Feb 23, 2023
Threads
347
Comments
399
Reactions
1,918
উত্তর: পিরিয়ডের কারণে ছুটে যাওয়া রোযাগুলো রমাযানের পরবর্তীতে কাজা করলেও ইনশাআল্লাহ রমাযানের সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে।

অনুরূপভাবে সফর বা অসুস্থ জনিত কারণে রোযা ভঙ্গ করার পর যদি তা পরবর্তীতে কাজা করা হয় তাহলেও একই সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। কারণ সে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী রোযা ভঙ্গ করেছে। তাছাড়া হাদিসে এসেছে-
«إذا مرضَ العبدُ أو سافر، كُتب له مثل ما كان يعمل، مقيماً صحيحا».
“বান্দা অসুস্থ হলে বা সফর করলে (তার আমলনামায়) ঐ সওয়াব লেখা হবে সুস্থ ও আবাস অবস্থায় আমল করলে যে সওয়াব লেখা হত।” (সহীহুল জামে, হা/৭৯৯)

উত্তর প্রদানে: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
 
Last edited by a moderator:
Back
Top