Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 982
- Comments
- 1,168
- Solutions
- 1
- Reactions
- 10,745
- Thread Author
- #1
জবাব: নিফাসের সর্বনিম্ন সীমা নিয়ে একাধিক মত রয়েছে। তবে সঠিকতার সবচেয়ে নিকটবর্তী মত হচ্ছে, এর সর্বনিম্ন কোনো সীমা নেই। কেননা রাসূলুল্লাহ বলেন, ‘যদি এর পূর্বেই পবিত্রতা দেখো।' আর এটাই ইমাম শাফিয়ী ও ইমাম মুহাম্মাদের মত। এ মতের পক্ষে রয়েছেন শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ ও ইবন হাযম। (আস-সামারুল মুস্তাতাব, ১/৫১) আর নিফাসের সর্বোচ্চ সীমা হলো, চল্লিশ দিন। উম্মু সালামাহ বলেন, নববী যুগে নিফাসগ্রস্ত মহিলারা চল্লিশ দিন বসে থাকত। আর আমরা চেহারার দাগ দূর করার জন্য ওয়ারস নামক ঘাস ব্যবহার করতাম। (সুনানু আবু দাউদঃ ৩১১, আলবানী হাদীসটিকে হাসান বলেছেন)
সূত্রঃ 'ফাতাওয়ায়ে আলবানী' বই থেকে, প্রশ্ন নং ৯৬; প্রকাশনীঃ বিলিভার্স ভিশন পাবলিকেশন্স
সূত্রঃ 'ফাতাওয়ায়ে আলবানী' বই থেকে, প্রশ্ন নং ৯৬; প্রকাশনীঃ বিলিভার্স ভিশন পাবলিকেশন্স