উত্তর: ঈমানের মূল ভিত্তি ছয়টি। যথা -
১। আল্লাহ তা'আলার প্রতি বিশ্বাস (الإيمان بالله)
২। মালাঈকা বা ফেরেশতাগণের প্রতি বিশ্বাস (الإيمان بالملائكة)
৩। আসমানী কিতাবসমূহের প্রতি বিশ্বাস (الإيمان بالكتب)
৪। রসূলগণের প্রতি বিশ্বাস (الإيمان بالرسل)
৫। আখিরাত বা শেষ দিবসের প্রতি বিশ্বাস (الإيمان باليوم...
উত্তর: ইসলামের রুকন (স্তম্ভ) ৫টি। সেগুলো হলো যথাক্রমে-
১। এ কথার সাক্ষ্য দেয়া যে, আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ বা মা'বুদ নেই এবং মুহাম্মাদ ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসূল।
২। ছলাত প্রতিষ্ঠা করা।
৩। যাকাত প্রদান করা।
৪। রমাযান মাসের ছিয়াম পালন করা
৫। আর সক্ষম ব্যক্তিদের জন্য...
উত্তর: আল্লাহকে একক বলে বিশ্বাস করে তার নিকট আত্মসমর্পণ করা ও তার আদেশসমূহকে বাস্তবায়নের মাধ্যমে তার আনুগত্য করা এবং শিরক ও শিরককারীদের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করার নাম ইসলাম।
উত্তর: না। রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের পর, আল্লাহ ইসলাম ছাড়া অন্য কোন দীন গ্রহণ করবেন না। এর প্রমাণে আল্লাহ তা'আলার বাণী:
وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ
যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দীন তালাশ করে...
উত্তর: আমার দীন ইসলাম। এ বিষয়ে আল্লাহ তা'আলা বলেন,
وَإِنَّ الَّذِينَ عِندَ اللَّهِ الْإِسْلَامُ
আল্লাহর নিকট একমাত্র দীন হলো ইসলাম। (সূরা আলি-ইমরান ৩:১৯)
উত্তর: আল্লাহ তা'আলার এই বাণী:
لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ
কোন কিছুই তাঁর সদৃশ নয়, আর তিনি শোনেন ও দেখেন'। (সূরা আশ- শূরা ৪২:১১)
উত্তর: তাহলো আল্লাহ তা'আলা নিজের জন্য যে সকল নাম ও গুণাবলি সাব্যস্ত করেছেন এবং তাঁর রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য যে সকল নাম ও গুণসমূহ সাব্যস্ত করেছেন ঠিক সেভাবেই সাব্যস্ত করা এবং তাতে কোনরূপ 'তাহরীফ' (التحريف) বা পরিবর্তন- পরিবর্ধন করা যাবে না, 'তা'জ্বীল' (التعطيل) বা সঠিক...
উত্তর: আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা ছোট শিরক। এ বিষয়ে প্রিয় নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«مَنْ كَانَ خَالِفًا، فَلْيَحْلف بالله أَوْ لَيَصْمُت»
যে ব্যক্তি কসম করতে চায়, সে যেন আল্লাহর নামে কসম করে অথবা চুপ থাকে। (ছহীহ বুখারী হা/২৬৭৯)
উত্তর: একমাত্র আল্লাহ তা'আলার জন্য যিনি একক সত্তা, যার কোন শরীক নেই। এ বিষয়ে তিনি বলেন,
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে ছলাত পড়ুন ও কুরবানী করুন। (সূরা আল-কাওছার ১০৮:২)
উত্তর: না। কোন সৃষ্টির মাধ্যমে আল্লাহকে ডাকার প্রয়োজন নেই। এর প্রমাণে আল্লাহর বাণী:
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ
(হে নাবী) আমার বান্দারা যখন আপনার কাছে জানতে চায় আমার...
উত্তর: মৃতদের ডাকা বা তাদের কাছে কিছু চাওয়া বড় শিরক যা লোকদেরকে ইসলাম থেকে বের করে দেয়। এর প্রমাণে কুরআনের বাণী:
وَمَن يَدْعُ مَعَ اللَّهِ إِلَيْهَا وَاخَرَ لَا بُرْهَانَ لَهُ بِهِ فَإِنَّمَا حِسَابُهُ عِندَ رَبِّهِ إِنَّهُ لَا يُفْلِحُ الْكَافِرُونَ
যে কেউ আল্লাহর সাথে অন্য উপাস্যকে ডাকে, তার...
উত্তর: তাহলো তাদের প্রশংসায় বাড়াবাড়ি এবং তাদেরকে নিজের আসন থেকে উচ্চে উঠিয়ে স্রষ্টার আসনে আসীন করে তাদের ইবাদত করা। এর প্রমাণে আল্লাহ তা'আলা বলেন,
يَأَهْلَ الْكِتَابِ لَا تَغْلُوا فِي دِينِكُمْ
হে কিতাবধারীগণ, তোমরা তোমাদের দীনে "গুলু" বা বাড়াবাড়ি করিও না। (সূরা আন-নিসা ৪:১৭১)
প্রিয় নাবী...
উত্তর: শিরক দু'প্রকার। (১) বড় শিরক الشرك الأكبر ও (২) ছোট الشرك الأصغر
প্রথম প্রকার হলো, শিরকে আকবার বা বড় শিরক: তাহলো ঐ সকল বিষয় যেগুলো আল্লাহ ও তাঁর রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক হিসেবে নির্ধারণ করেছেন, যা শিরককারীকে ইসলাম হতে বের করে দেয়। যেমন: মূর্তীর (ইবাদত) পূজা করা, মৃত...
উত্তর: সবচেয়ে বড় পাপ যা করতে আল্লাহ তা'আলা নিষেধ করেছেন তাহলো "শিরক" বা আল্লাহর ইবাদতের সাথে অন্যকে অংশীদার করা। এর প্রমাণে যেমন আল্লাহ তা'আলা বলেন,
إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَن يَشَاءُ
নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করেন না, যে ব্যক্তি তার সাথে...