Frequently asked questions

আপনার প্রোফাইলের কোনটা কী?

Threads কী?

Threads হচ্ছে পোষ্ট, সালাফি ফোরামের যেকোনো ক্যাটাগরিতে পোষ্ট করলে সেটা Thread হিসেবে গণ্য হবে।

Comments কী?

Comments হচ্ছে কোনো thread এ এর রিপ্লাই, মানে আপনি যদি কারও পোষ্টের রিপ্লাই দেন তবে সেটাকে Comments বলে।

Solutions কী?

Solutions হচ্ছে সমাধান। আপনার কোনো কমেন্ট যদি সঠিক হয় তবে সেটাকে প্রশ্নকর্তা Solution হিসেবে যদি মার্ক করে তবে সেটাকে Solution হিসেবে বিবেচনা করে আপনার প্রোফাইলে যোগ করে দেওয়া হবে।

Resources কী?

Resources হচ্ছে আমাদের ফোরাম থেকে ডাউনলোড করা যায় এমন ফাইলসমূহ যেমন PDF, Zip ইত্যাদি। যদিও আমরা এখন কেবল মাত্র বইয়ের পিডিএফ যুক্ত করে থাকি তবে ভবিষ্যতে অন্যকিছুও যুক্ত হতে পরে।

Reactions কী?

Reactions হচ্ছে আপনার কোনো পোষ্টে বা কমেন্টে লাইক বা ডিসলাইক। কেউ যদি আপনার পোষ্টে / কমেন্টে লাইক দেয় তবে আপনার Reactions স্কোর বাড়বে আর যদি ডিসলাইক দেয় তবে আপনার Reactions স্কোর কমে যাবে।

Points / Trophy কী?

Point হচ্ছে আপনার একটিভিটির রিওয়ার্ড। যেটার উপর ভিত্তি করে আপনার নামের নীচের টাইটেল অটো পরিবর্তন হয়। যেমন আপনার যদি কোনো Points / Trophy না থাকে তবে আপনার টাইটেল হবে New member, আর যদি ৫টা Points / Trophies থাকে তবে আপনার টাইটেল Member আর এভাবে আপডেট হতে থাকবে। কিভাবে ট্রফি দেওয়া হয় সেটা দেখতে এই লিংকে ভিজিট করুন।

Credits কী?

Credits হচ্ছে আমাদের ফোরমের রিওয়ার্ড সিস্টেম।

এটা কি কাজে লাগবে?

- ক্রেডিট দিয়ে আপনি আমাদের ফোরামের বিভিন্ন ফ্যাসিলিটি উপভোগ করতে পারবেন যা সময়ের সাথে সাথে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তবে সবচেয়ে উপকৃত হবেন আমাদের Giveaway তে।

আমাদের Giveaway গুলোতে ক্রেডিট ছাড়া অংশগ্রহণ করতে পারবেন না। উদাহারন সরূপ - Giveaway তে অংশগ্রহণের জন্য আপনার ১০ ক্রেডিটের প্রয়োজন পড়বে, তখন আপনি আপনার ক্রেডিট থেকে ১০ ক্রেডিট দিয়ে GiveAway তে অংশগ্রহণ করবেন। মনে রাখা ভালো যে এখানে কোনো প্রকার আর্থিক লেনদেন সংগঠিত হবেনা এবং কেউ আর্থিকভাবে গ্রতিগ্রস্থ হবেনা।

ক্রেডিট কীভাবে অর্জন করবেন?

আপনার প্রতিটি কমেন্টের জন্য আপনাকে ০.৫ ক্রেডিট দেওয়া হবে। প্রতিটি পোস্টের জন্য আপনাকে ৫ ক্রেডিট দেওয়া হবে। প্রতিটি রিসোর্স আপলোডের জন্য আপনাকে ১০ ক্রেডিট দেওয়া হবে।

জাযাকুমুল্লাহু খাইরান।

  • Created:
কোন ব্যাজ কিভাবে পাবেন?

আমাদের বর্তমান ব্যাজসমূহ নিম্নে দেওয়া হলো:

Badges.webp


১। Staff member - ব্যাজটি শুধুমাত্র অফিশিয়াল স্টাফদের জন্য। এটা পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা যখন স্টাফ নিয়োগ পোস্ট করবো তখন যদি আপনি সিলেক্টেড হন তবেই এই ব্যাজটি পাবেন।

২। Moderator - এই ব্যাজটি শুধুমাত্র আমাদের সম্মানীত মডারেটরগণ পাবেন। একজন মডারেটর হতে হলে আপনাকে কমপক্ষে আমাদের যেকোনো ৩টি ব্যাজ অর্জন করতে হবে। এরপর আপনি আমাদের মডারেটর হওয়ার জন্য এপ্লাই করতে হবে। এক্ষেত্রে সহযোগিতার জন্য ম্যাসেজ করুন @SalafiForum , আইডিতে।

৩। Tech Master - এই ব্যাজটি অর্জন করতে হলে টিপস এন্ড ট্রিকস সেকশনে আপনাকে কমপক্ষে ১০টি পোস্ট করতে হবে। এরপর প্রমাণ সহ @SalafiForum এই আইডির প্রোফাইলে পোস্ট করুন, অথবা আমাদের মডারেটরদের ম্যাসেজ করুন।

৪। Salafi User - এই ব্যাজটি অর্জন করতে হলে আপনাকে অবশ্যই পরিচয় আদান প্রদান সেকশনে সুন্দর করে আপনার পরিচয় উপস্থান করে পোস্ট করতে হবে।

৫। Generous - এই ব্যাজটি অর্জন করতে হলে আপনাকে অবশ্যই হাদিয়া সেকশনে একটি হাদিয়ার আয়োজন করলেই হবে।

৬। Q&A Master - এই ব্যাজটি অর্জন করতে হলে আপনাকে অবশ্যই দ্বীনি প্রশ্নোত্তর ও সাধারণ প্রশ্নোত্তর সেকশনে কমপক্ষে ২০ টি করে মোট ৪০টি প্রশ্নোত্তর থাকতে হবে, অথবা যেকোনো একটিতে ৪০টি প্রশ্নোত্তর থাকতে হবে।

৭। Exposer - এই ব্যাজটি অর্জন করতে হলে আপনাকে অবশ্যই রদ্দ সেকশনে ৫টি ভ্যালিড পোস্ট থাকা লাগবে।

৮। Reporter - এই ব্যাজটি অর্জন করতে হলে আপনাকে অবশ্যই সালাফি নিউজ ক্যাটগরির যে কোনো সেকশনে ১০ টি পোস্ট থাকা লাগবে।

৯। Kitab Expert - এই ব্যাজটি অর্জন করতে হলে আপনাকে অবশ্যই সালাফী বই পরিচিতি সেকশনে ৫টি বইয়ের রিভিউ ও বই জিজ্ঞাসা সেকশনে ৫জনকে সঠিক উত্তর দিয়ে সাহায্য করতে হবে।

১০। HistoryLover - এই ব্যাজটি অর্জন করতে হলে আপনাকে অবশ্যই ইতিহাস ও জীবনী ক্যাটাগরির যেকোনো সেকশনে ইউনিক ৫টি পোস্ট করতে হবে।

১১। Uploader - এই ব্যাজটি অর্জন করতে হলে আপনাকে অবশ্যই Resources সেকশনে যেকোনো ভাষার মোট ২০টি পিডিএফ আপলোড করতে হবে এবং এপ্রুভ হতে হবে। [স্বীকৃতিস্বরূপ নামে গ্র্যাডিয়েন্ট কালার আছে]

১২। Banned User - এই ব্যাজটি অর্জন করতে হলে আপনাকে অবশ্যই ফোরামের রুলস আমান্য করতে হবে।

১৩। ilm Seeker - এই ব্যাজটি অর্জন করতে হলে দ্বীনি আলোচনা ক্যাটাগরির ফোরামগুলতে আপনার সর্বমোট ১০০টি পোস্ট থাকতে হবে। [স্বীকৃতিস্বরূপ নামে গ্র্যাডিয়েন্ট কালার আছে]

ডোনেশন ব্যাজ সমূহ

সাদাকায়ে জারিয়ায় অংশগ্রহণকারীদের জন্য আমাদের একটি কন্ট্রিবিউটর ব্যাজ আছে, যদিও কন্ট্রিবিউশনের উপর ভিত্তি করে আলাদা আলাদা সুবিধা রয়েছে।

Suporting Member - ১০০ টাকা ডোনেট করলে ৫ দিনের জন্য আপনাকে এই ব্যাজটি দেওয়া হবে।

Benefactor - ৫০০ টাকা ডোনেট করলে ১৫ দিনের জন্য আপনাকে এই ব্যাজটি দেওয়া হবে।

Dawah Initiatives - ১,০০০ টাকা ডোনেট করলে ১ মাসের জন্য ভেরিফাই ব্যাজসহ আপনাকে এই ব্যাজটি দেওয়া হবে।

Patron - ৫,০০০ টাকা ডোনেট করলে ৬ মাসের জন্য ভেরিফাই ব্যাজসহ আপনাকে এই ব্যাজটি দেওয়া হবে।

মনে রাখবেন : আপনার অনুদানের অর্থ ফোরামের সার্ভার বিল সহ ফোরামের যাবতীয় উন্নয়ন কাজে ব্যবহৃত হবে যা সালাফি ফোরামটিকে সচল রাখতে সহায়তা করবে এবং আপনার অনুদানের অর্থ সাদাকায়ে জারিয়া হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ।

উল্ল্যেখিত যে কোনো পয়েন্টের কাজ সম্পূর্ন হলে অটোম্যাটিক্যালি ব্যাজ পেয়ে যাবেন। ১ দিনের মধ্যে না পেলে আমাদের মডারেটদের কাছে প্রমাণ সহ যোগাযোগ করুন অথবা @SalafiForum আইডির ওয়ালে পোস্ট করুন।

জাযাকুমুল্লাহু খাইরান।

  • Created:
কোন ব্যাজের কি সুবিধা?
 
USER BADGE
DAILY DOWNLOAD LIMIT
WAITING TIME
T B D
NEED TO LIKE
Registered
1
20 (seconds)
2 (min)
Yes
Salafi and all others
2
15 (seconds)
1 (min)
Yes
Kitab Expert
4
15 (seconds)
1 (min)
Yes
Uploader
8
10 (seconds)
1 (min)
Yes
ILM Seeker
10
10 (seconds)
1 (min)
Yes
-
-
-
-
-
DONATION FACILITIES
   
Supporting Member
(5 days)
5
Instant
Instant
No
Benefactor
(15 days)
10
Instant
Instant
No
Dawah Initiatives
(1 month)
10
Instant
Instant
No
Patron
(6 months)
10
Instant
Instant
No
  • Created:
এখানের সব বই কি অনুমোদিত/কপিরাইট মুক্ত?

আমাদের প্লাটফর্মে যেসকল বই আমাদের এডমিনদের মাধম্যে আপলোড করা হয়েছে সেগুলো অনুমোদিত। আর মেম্বারগণ যেসকল বই আপলোড করেছেন সেসকল বইয়ের ক্ষেত্রে তিনি অনুমতি নিয়েছেন কিনা আমাদের জানা নেই।

যেহেতু আমাদের এটা উন্মুক্ত প্লাটফর্ম এবং যেকেউ কনটেন্ট পোস্ট ও আপলোড করতে পারে সেহেতু যারা আপলোড করেছেন তাদের সাথে কথা বললে হয়তো জানতে পারবেন ইনশাআল্লাহ। তাই ফোরাম থেকে ডাউনলোডকৃত কোনো পিডিএফ যদি কপিরাইটের আওয়াধীন হয়। তাহলে এর দায়ভার আপলোডকারীর একান্ত নিজের।

আমরা সকল কপিরাইট নীতিকে সম্মান ও শ্রদ্ধা করি। কোনো লেখক/প্রকাশনী যদি আমাদের এই ইমেইলে [email protected] রিপোর্ট করেন, তাহলে আমরা পিডিএফ/কন্টেন্ট আমাদের ফোরাম থেকে সরিয়ে নেই।

এডমিনদের আপলোডকৃত বইগুলো নিশ্চিন্তে ডাউনলোড করে পড়ুন আর মেম্বারদের আপলোডকৃত বইগুলো এভোয়েড করুন।

জাযাকাল্লাহু খাইরান।
  • Created:
কে কয়টা PDF ডাউনলোড করতে পারবে?
USER BADGE
DAILY DOWNLOAD LIMIT
WAITING TIME
T B D
NEED TO LIKE
Registered
1
20 (seconds)
2 (min)
Yes
Salafi and all others
2
15 (seconds)
1 (min)
Yes
Kitab Expert
4
15 (seconds)
1 (min)
Yes
Uploader
8
10 (seconds)
1 (min)
Yes
ILM Seeker
10
10 (seconds)
1 (min)
Yes
-
-
-
-
-
DONATION FACILITIES
   
Supporting Member
(5 days)
5
Instant
Instant
No
Benefactor
(15 days)
10
Instant
Instant
No
Dawah Initiatives
(1 month)
10
Instant
Instant
No
Patron
(6 months)
10
Instant
Instant
No

কোন ব্যাজ কীভাবে পাবেন তা জানতে এই পোস্টটি পড়ুন - ২। কোন ব্যাজ কিভাবে পাবেন?

আপনি যদি পরিচয় আদান প্রদান সেকশনে আপনার আকিদা ও মানহাজ সালাফি বলে উল্লেখ করে পোস্ট করেন তবে আপনি আমাদের ফোরামের যেকোনো ক্যাটাগরিতে পোস্ট করতে পারবেন ইনশাআল্লাহ।

  • Created:
কীভাবে ডাউনলোড করবেন?


ভিডিয়োটি না দেখলে নিচের স্ক্রিনশট দেখুন ১, ২, ৩ এভাবে স্টেপ গুলো ফলো করুন।

PDF ডাউনলোড করার পূর্বে Overview ট্যাব এ গিয়ে লাইক দিন।

Download_Islamic_Book_PDF_From_SalafiForum.com.webp


1677075285843.webp

উক্ত নিয়ম না মেনে কোনো প্রকার ঝামেলা ছাড়াই ডাউনলোড করতে ভিজিট করুন ডোনেশন পেইজে
  • Created:
ডোনেট করেছি কিন্তু একাউন্ট আপগ্রেড হয়নি?

আপনার ডোনেশনের জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক এবং এই দানকে সাদাকায়ে জারিয়াহ হিসেবে কবুল করে নিক।

আপনার ডোনেশন কনফার্ম হলে আমাদের কোনো এডমিন অনলাইনে থাকলে সাথে সাথেই আপনার একাউন্ট আপগ্রেড করে দিবে।

এডমিনগণ যেহেতু অনলাইনে সব সময় থাকেনা সেজন্য দেখা যেতে পারে আপনার একাউন্ট আপগ্রেড করতে বেশ কয়েক ঘণ্টা সময় লেগে যেতে পারে।

তাই হতাশ না হয়ে @SalafiForum এই আইডিতে ম্যাসেজ করুন।

জাযাকাল্লাহু খাইর।

  • Created:
Back
Top