হাদীস : আবদুল্লাহ ইবনে উমার (রাদিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত, তিনি বলেন, “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় পুরুষ এবং মহিলা একত্রে (এক পাত্র হতে) অযূ করতেন।
হাদীসের তাখরীজ: সহীহ বুখারী, ১৯৩; মুয়াত্তা মালিক, ১৫; সুনান আবু দাউদ, ৭৯; সুনান নাসায়ী, ৩৪২; সুনান ইবনু মাজাহ, ৩৮১...