যদি কোনো ব্যক্তির শরীর, কাপড় অথবা সালাতের স্থানে নাজাসাত লেগে থাকে এবং সালাতের ভেতর অথবা সালাত শেষে সে ব্যক্তি তা জানতে পারে অথবা তার স্মরণ হয়, তা হলে এ ক্ষেত্রে তিনটি অবস্থা হতে পারে। যথা :
১) সালাতের ভেতর নাজাসাতের বিষয়টি জানতে পারলে যদি কাপড় না খুলেই নাজাসাত দূর করা সম্ভব হয়, তা হলে...