আল্লাহ তাআলা বলেন, “তাদের জন্যে তাদের ওপর থেকে (ছায়াদানকারী) আগুনের মেঘমালা থাকবে, তাদের নিচের দিক থেকেও থাকবে আগুনেরই বিছানা; এ হচ্ছে সে (বীভৎস) আযাব, যা দিয়ে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের ভয় দেখাচ্ছেন; (এরপর আল্লাহ বলেন, অতএব) হে আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো ।" (সূরা যুমার: আায়ত ১৬)...