জাহান্নাম

  1. Golam Rabby

    হাদিস ও হাদিসের ব্যাখ্যা বারযাখী হায়াতে জান্নাত ও জাহান্নামের অবস্থান

    হাদীস : আবদুল্লাহ ইবনে উমার (রাদিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের কেউ মারা গেলে অবশ্যই তার সামনে সকাল ও সন্ধ্যায় তার অবস্থান স্থল উপস্থাপন করা হয়। যদি সে জান্নাতী হয়, তবে (অবস্থান স্থল) জান্নাতীদের মধ্যে দেখানো হয়। আর সে জাহান্নামী...
  2. Golam Rabby

    অন্যান্য সম্পদ উপার্জনের উৎস যদি পাপাচার হয়

    কাসিম ইবনু মুখাইমারাহ (রহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : যার সম্পদ উপার্জনের উৎস হলো পাপাচার, সে যদি ওই সম্পদ দিয়ে আত্মীয়তার সম্পর্ক দৃঢ় রাখে, দান করে বা আল্লাহর পথে ব্যয় করে, তবুও তার সবগুলো একত্র করে তার সঙ্গে জাহান্নামে নিক্ষেপ করা হবে। –...
  3. Golam Rabby

    আকিদা শিরকে আকবর না করে মৃত্যু হলে পাপী ব্যক্তি শাস্তি শেষে জান্নাতে যাবে

    বিগত শতাব্দীর সৌদি আরবের অন্যতম শ্রেষ্ঠ ফাক্বীহ ও সাবেক প্রধান মুফতি শাইখুল ইসলাম ইমাম ‘আব্দুল আযীয বিন আব্দুল্লাহ বিন বায (রাহিমাহুল্লাহ) [মৃত: ১৪২০ হি./১৯৯৯ খ্রি.] বলেছেন, যে ব্যক্তি আল্লাহর একত্ববাদের (তাওহীদ) দৃঢ়তা স্বীকার করে এবং আল্লাহর সাথে কোন কিছুকে শরীক না করে মৃত্যুবরণ করে সে...
  4. Sumi Islam

    জান্নাত ও জাহান্নাম জান্নাতে পুরুষের সংখ্যা বেশী হবে, না নারীর সংখ্যা?

    নারীরা অধিকাংশ জাহান্নামী হবে। তার মানে কিন্তু এই নয় যে, জান্নাতে নারীর সংখ্যা কম হবে। আসলে জান্নাতে জান্নাতী হুরীদেরকে নিয়ে নারীর সংখ্যাই অধিক হবে। অবশ্য এ কথাও সত্য যে, দুনিয়ার মহিলাদের অধিকাংশ জাহান্নামী হবে। মহানবী (ﷺ) বলেছেন, “(জান্নাতে) জান্নাতীদের পাত্র হবে স্বর্ণের, তাদের গায়ের ঘাম...
  5. Golam Rabby

    মৃত্যু ও পরবর্তী জাহান্নাম নিচ থেকে উপরে সাতটি স্তরে বিন্যস্ত আছে

    আল্লাহ তাআলা বলেন, “অবশ্যই জাহান্নাম হবে (ইবলিশের অনুসারীদের) প্রতিশ্রুত স্থান। তাতে থাকবে (একটির নিচে আরেকটি এরূপ) সাতটি দরজা; এগুলোর প্রতিটি দরজার জন্যে (নির্দিষ্ট) থাকবে এক একটি নির্দিষ্ট অংশ।" (সূরা হিজর: ৪৩-৪৪) এ আয়াত থেকে জানা গেলো যে, জাহান্নামের সাতটি দরজা রয়েছে, এগুলো অপরাধ অনুসারে...
  6. Golam Rabby

    মৃত্যু ও পরবর্তী আগুনের মেঘমালা বইতে থাকবে

    আল্লাহ তাআলা বলেন, “তাদের জন্যে তাদের ওপর থেকে (ছায়াদানকারী) আগুনের মেঘমালা থাকবে, তাদের নিচের দিক থেকেও থাকবে আগুনেরই বিছানা; এ হচ্ছে সে (বীভৎস) আযাব, যা দিয়ে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের ভয় দেখাচ্ছেন; (এরপর আল্লাহ বলেন, অতএব) হে আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো ।" (সূরা যুমার: আায়ত ১৬)...
  7. Golam Rabby

    মৃত্যু ও পরবর্তী মাথার উপর গরম পানি ঢেলে দেওয়া হবে

    আল্লাহ তাআলা বলেন, “তাদের মাথার ওপর সেদিন প্রচণ্ড পরম পানি ঢেলে দেওয়া হবে, তার ফলে যা কিছু তাদের পেটের ভেতর আছে তা সব এবং চামড়াগুলো গলে যাবে;” (সূরা ২২: হাজ্জ ১৯-২০) এরপর তার দেহ আবার পুনর্গঠিত হবে। ফেরেশতা গরম পানির বালতি ও কড়া দুটি ধরে আনবেন এবং জাহান্নামীদের মুখে ঢেলে দিতে চাইবেন । তখন...
  8. abdulazizulhakimgrameen

    বাংলা বই জাহান্নামের ভয়াবহ আযাব - PDF শরিফুল ইসলাম বিন যয়নুল আবেদীন

    জাহান্নামের ভয়াবহ আযাব নিয়ে সুন্দর আলোচনা করা হয়েছে।
  9. abdulazizulhakimgrameen

    সংশয় নিরসন জাহান্নামের উত্তাপের কারণে কীভাবে জ্বর হতে পারে?

    এ সংক্রান্ত হাদিসঃ ، فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ الْحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ فَأَبْرِدُوهَا بِالْمَاءِ ‏"‏‏.‏ .‏ অর্থঃ “... কারণ, আল্লাহর রসূল(ﷺ) বলেছেন, জ্বর জাহান্নামের উত্তাপ থেকে বা উত্তাপের কারণে হয়। অতঃপর তোমরা তা পানি দিয়ে ঠাণ্ডা কর। ইসলামবিরোধীরা প্রশ্ন...
  10. Abu Abdullah

    প্রবন্ধ জান্নাতীদের পানীয় ও এর নহরসমূহ এবং জাহান্নামীদের পানীয়

    প্রথমত: জান্নাতীদের পানীয় ও এর নহরসমূহ ১- জান্নাতীদের পানীয়: আল্লাহ তা‘আলা বলেছেন, ﴿ إِنَّ ٱلۡأَبۡرَارَ يَشۡرَبُونَ مِن كَأۡسٖ كَانَ مِزَاجُهَا كَافُورًا ٥ عَيۡنٗا يَشۡرَبُ بِهَا عِبَادُ ٱللَّهِ يُفَجِّرُونَهَا تَفۡجِيرٗا ٦ ﴾ [الانسان: ٥، ٦] নিশ্চয় সৎকর্মশীলরা পান করবে এমন পানপাত্র থেকে যার...
  11. Abu Abdullah

    প্রবন্ধ জান্নাতী ও জাহান্নামীদের খাদ্য

    প্রথমত: জান্নাতীদের খাদ্য: আল্লাহ তা‘আলা বলেছেন, ﴿ ٱدۡخُلُواْ ٱلۡجَنَّةَ أَنتُمۡ وَأَزۡوَٰجُكُمۡ تُحۡبَرُونَ ٧٠ يُطَافُ عَلَيۡهِم بِصِحَافٖ مِّن ذَهَبٖ وَأَكۡوَابٖۖ وَفِيهَا مَا تَشۡتَهِيهِ ٱلۡأَنفُسُ وَتَلَذُّ ٱلۡأَعۡيُنُۖ وَأَنتُمۡ فِيهَا خَٰلِدُونَ ٧١ وَتِلۡكَ ٱلۡجَنَّةُ ٱلَّتِيٓ...
  12. Abu Abdullah

    প্রবন্ধ জান্নাত ও জাহান্নামের বিছানা

    প্রথমত: জান্নাতীদের বিছানাপত্র: আল্লাহ তা‘আলা বলেছেন, ﴿ مُتَّكِ‍ِٔينَ عَلَىٰ فُرُشِۢ بَطَآئِنُهَا مِنۡ إِسۡتَبۡرَقٖۚ وَجَنَى ٱلۡجَنَّتَيۡنِ دَانٖ ٥٤ ﴾ [الرحمن: ٥٤] “সেখানে পুরু রেশমের আস্তরবিশিষ্ট বিছানায় তারা হেলান দেয়া অবস্থায় থাকবে এবং দুই জান্নাতের ফল-ফলাদি থাকবে নিকটবর্তী।” [সূরা...
  13. Abu Abdullah

    প্রবন্ধ জান্নাতী ও জাহান্নামীদের পোশাক পরিচ্ছেদ

    প্রথমত: জান্নাতীদের পোশাক পরিচ্ছেদ: ﴿ إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ إِنَّا لَا نُضِيعُ أَجۡرَ مَنۡ أَحۡسَنَ عَمَلًا ٣٠ أُوْلَٰٓئِكَ لَهُمۡ جَنَّٰتُ عَدۡنٖ تَجۡرِي مِن تَحۡتِهِمُ ٱلۡأَنۡهَٰرُ يُحَلَّوۡنَ فِيهَا مِنۡ أَسَاوِرَ مِن ذَهَبٖ وَيَلۡبَسُونَ ثِيَابًا خُضۡرٗا مِّن...
  14. Abu Abdullah

    প্রবন্ধ সর্বনিম্ন জান্নাতীর মর্যাদা ও সবচেয়ে কম শাস্তিপ্রাপ্ত জাহান্নামীর শাস্তি

    প্রথমত: সর্বনিম্ন জান্নাতীর মর্যাদা: عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنِّي لَأَعْلَمُ آخِرَ أَهْلِ النَّارِ خُرُوجًا مِنْهَا، وَآخِرَ أَهْلِ الجَنَّةِ دُخُولًا، رَجُلٌ يَخْرُجُ مِنَ النَّارِ كَبْوًا، فَيَقُولُ اللَّهُ: اذْهَبْ...
  15. Abu Abdullah

    প্রবন্ধ জান্নাত ও জাহান্নামের স্তরসমূহ

    প্রথমত: জান্নাতের স্তরসমূহ: আল্লাহ তা‘আলা বলেছেন, ﴿ لَّا يَسۡتَوِي ٱلۡقَٰعِدُونَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ غَيۡرُ أُوْلِي ٱلضَّرَرِ وَٱلۡمُجَٰهِدُونَ فِي سَبِيلِ ٱللَّهِ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡۚ فَضَّلَ ٱللَّهُ ٱلۡمُجَٰهِدِينَ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡ عَلَى ٱلۡقَٰعِدِينَ دَرَجَةٗۚ...
  16. Abu Abdullah

    প্রবন্ধ জান্নাত ও জাহান্নামের অধিকাংশ অধিবাসী

    প্রথমত: অধিকাংশ জান্নাতী: ১. উম্মতে মুহাম্মদী: عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " يَقُولُ اللَّهُ تَعَالَى: " يَا آدَمُ، فَيَقُولُ: لَبَّيْكَ وَسَعْدَيْكَ، وَالخَيْرُ فِي يَدَيْكَ، فَيَقُولُ: أَخْرِجْ بَعْثَ...
  17. Abu Abdullah

    প্রবন্ধ জাহান্নামের দরজাসমূহ

    জাহান্নামের দরজাসমূহ: আল্লাহ তা‘আলা বলেছেন, ﴿وَإِنَّ جَهَنَّمَ لَمَوۡعِدُهُمۡ أَجۡمَعِينَ ٤٣ لَهَا سَبۡعَةُ أَبۡوَٰبٖ لِّكُلِّ بَابٖ مِّنۡهُمۡ جُزۡءٞ مَّقۡسُومٌ ٤٤ ﴾ [الحجر: ٤٣، ٤٤] “আর নিশ্চয় জাহান্নাম তাদের সকলের প্রতিশ্রুত স্থান। ‘তার সাতটি দরজা রয়েছে। প্রতিটি দরজার জন্য রয়েছে তাদের মধ্য...
  18. Abu Abdullah

    প্রবন্ধ বর্তমানে জান্নাত ও জাহান্নামের অস্তিত্ব বিদ্যমান থাকার দলিল

    عن أنس بن مالك  عن النبي  في قصة الإسراء أنه قال: «ثم انطلق بي جبريل حتى انتهى بي إلى سدرة المنتهى، فغشيها ألوانٌ لا أدري ما هي، قال: ثم دخلت الجنة، فإذا فيها جنابذ([1]) اللؤلؤ، وإذا ترابها المسك ». “তারপর জিবরীল আলাইহিস সালাম আমাকে নিয়ে চলতে থাকে। সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলে তাকে কতক রঙ...
  19. Abu Abdullah

    প্রবন্ধ জাহান্নাম কোথায় বা জাহান্নামের অবস্থান

    জাহান্নামের অবস্থান: আল্লাহ তা‘আলা বলেছেন, ﴿ كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلۡفُجَّارِ لَفِي سِجِّينٖ ٧ وَمَآ أَدۡرَىٰكَ مَا سِجِّينٞ ٨ كِتَٰبٞ مَّرۡقُومٞ ٩ ﴾ [المطففين: ٧، ٩] “কখনো নয়, নিশ্চয় পাপাচারীদের ‘আমলনামা সিজ্জীনে। কিসে তোমাকে জানাবে ‘সিজ্জীন’ কী? লিখিত কিতাব।” [সূরা মুতাফফিফীন: ৭-৯]...
  20. Abu Abdullah

    প্রবন্ধ জাহান্নামের নামসমূহ বা জাহান্নামের স্তর সমূহের নাম

    ১- আন-নার: আল্লাহ তা‘আলা বলেছেন, ﴿وَٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِ‍َٔايَٰتِنَآ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ٣٩﴾ [البقرة: ٣٩] “আর যারা কুফরী করেছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, তারাই আগুনের অধিবাসী। তারা সেখানে স্থায়ী হবে।” [সূরা আল-বাকারাহ: ৩৯] আল্লাহ...
Back
Top