জাহান্নাম

  1. Golam Rabby

    লেনদেন ও ব্যবসা ঋণ পরিশোধ না করা জাহান্নামে যাওয়ার কারণ

    ঋণ রেখে মারা গেলে এবং তা মৃতের পক্ষ থেকে কেউ পরিশোধ না করলে জান্নাতে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, سُبْحَانَ اللهِ مَاذَا نُزِّلَ مِنَ التَّشْدِيْدِ، فَسَكَتْنَا وَفَزِعْنَا فَلَمَّا كَانَ مِنَ الْغَدِ سَأَلْتُهُ يَا رَسُوْلَ اللهِ مَا هَذَا التَّشْدِيْدُ الَّذِى نُزِّلَ فَقَالَ،...
  2. Golam Rabby

    মৃত্যু ও পরবর্তী জাহান্নামীরা যখন ক্ষুধার কথা বলবে!

    সাঈদ ইবনে জুবায়ের (রা:) বলেন যে, ‘জাহান্নামীরা যখন ক্ষুধার কথা বলবে তখন তাদেরকে যাক্কুম খাওয়ানো হবে। ফলে তাদের মুখের চামড়া সম্পূর্ণ খসে পড়বে। এমনকি কোনো পরিচিত ব্যক্তি সেই মুখের চামড়া দেখেই তাদেরকে চিনে ফেলতে পারবে। তারপর পিপাসায় ছটফট করে যখন পানি চাইবে তখন গলিত তামার মতো গরম পানি তাদেরকে পান...
  3. Golam Rabby

    মৃত্যু ও পরবর্তী জাহান্নামে সাপ ও বিচ্ছুর দংশন

    রসূলুল্লাহ (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, নিশ্চয়ই জাহান্নামে উটের ঘাড়ের মতো (উঁচু) সাপ রয়েছে। সেগুলো কোন ব্যক্তিকে দংশন করলে সেটির জ্বলন্ত ব্যথা ঐ ব্যক্তি চল্লিশ বছর পর্যন্ত অনুভব করবে। এছাড়াও (জাহান্নামে) আবরণে ঢাকা খচ্চরের মতো (বড়) বিচ্ছু রয়েছে। সেগুলো কোন ব্যক্তিকে দংশন করলে...
  4. Golam Rabby

    ফাযায়েলে আমল প্রতিদিন ৩৬০ টি সাদাকা

    নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “প্রত্যেক মানুষকে ৩৬০টি গ্রন্থি দিয়ে সৃষ্টি করা হয়েছে। অতএব যে ব্যক্তি এই গ্রন্থিগুলোর সমপরিমাণ সংখ্যক 'আল্লাহু আকবার' বলবে, 'আলহামদুলিল্লাহ' বলবে, 'লা ইলাহা ইল্লাল্লাহ' বলবে, 'সুবহানাল্লাহ' বলবে, 'আস্তাগফিরুল্লাহ' বলবে, মানুষের চলার পথ থেকে একটি...
  5. Golam Rabby

    মৃত্যু ও পরবর্তী জাহান্নামি লোকদের পরিচয়

    হারিসা ইবনু ওয়াহাব খুযায়ি (রাদিআল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -কে বলতে শুনেছি, তিনি বলেছেন, “আমি কি তোমাদেরকে জাহান্নামি লোকদের পরিচয় জানিয়ে দেবো না? (তারা হলো) ১. প্রত্যেক কর্কশ ও অশ্লীল স্বভাব, ২. খারাপ চরিত্রের অধিকারী এবং ৩. অহংকারী...
  6. Golam Rabby

    মৃত্যু ও পরবর্তী জাহান্নামের সাতটি স্তর

    ইবনু জুরাইজ (রহিমাহুল্লাহ) বলেছেন, “জাহান্নামের সাতটি স্তর রয়েছে। প্রথমটি জাহান্নাম, দ্বিতীয়টি লাযা, তৃতীয়টি হুতামাহ, চতুর্থটি সাঈর, পঞ্চমটি সাকার, ষষ্ঠটি জাহীম আর সপ্তমটি হলো হাবিয়া; আর এখানেই আবূ জাহল শাস্তিভোগ করছে।” — তাবারি, তাফসীর : ১৪/৭৪
  7. Miad Uddin

    হাদিস ও হাদিসের ব্যাখ্যা যখন দুজন মুসলিম তরবারি নিয়ে পরস্পর মুখোমুখি হয়, তখন হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামে যাবে: হাদিসের বিশুদ্ধ ব্যাখ্যা

    ভূমিকা: পরম করুণাময়, অসীম দয়ালু মহান আল্লাহ’র নামে শুরু করছি। যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক মহান আল্লাহ’র জন্য। শতসহস্র দয়া ও শান্তি বর্ষিত হোক প্রাণাধিক প্রিয় নাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ’র প্রতি। আজকের আলোচনা হবে একটি গুরুত্বপূর্ণ হাদিসের বিশুদ্ধ ব্যাখ্যা নিয়ে, যা ইসলামের শিক্ষা ও মুসলিম...
  8. Golam Rabby

    হাদিস ও হাদিসের ব্যাখ্যা বারযাখী হায়াতে জান্নাত ও জাহান্নামের অবস্থান

    হাদীস : আবদুল্লাহ ইবনে উমার (রাদিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের কেউ মারা গেলে অবশ্যই তার সামনে সকাল ও সন্ধ্যায় তার অবস্থান স্থল উপস্থাপন করা হয়। যদি সে জান্নাতী হয়, তবে (অবস্থান স্থল) জান্নাতীদের মধ্যে দেখানো হয়। আর সে জাহান্নামী...
  9. Golam Rabby

    অন্যান্য সম্পদ উপার্জনের উৎস যদি পাপাচার হয়

    কাসিম ইবনু মুখাইমারাহ (রহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : যার সম্পদ উপার্জনের উৎস হলো পাপাচার, সে যদি ওই সম্পদ দিয়ে আত্মীয়তার সম্পর্ক দৃঢ় রাখে, দান করে বা আল্লাহর পথে ব্যয় করে, তবুও তার সবগুলো একত্র করে তার সঙ্গে জাহান্নামে নিক্ষেপ করা হবে। –...
  10. Golam Rabby

    আকিদা শিরকে আকবর না করে মৃত্যু হলে পাপী ব্যক্তি শাস্তি শেষে জান্নাতে যাবে

    বিগত শতাব্দীর সৌদি আরবের অন্যতম শ্রেষ্ঠ ফাক্বীহ ও সাবেক প্রধান মুফতি শাইখুল ইসলাম ইমাম ‘আব্দুল আযীয বিন আব্দুল্লাহ বিন বায (রাহিমাহুল্লাহ) [মৃত: ১৪২০ হি./১৯৯৯ খ্রি.] বলেছেন, যে ব্যক্তি আল্লাহর একত্ববাদের (তাওহীদ) দৃঢ়তা স্বীকার করে এবং আল্লাহর সাথে কোন কিছুকে শরীক না করে মৃত্যুবরণ করে সে...
  11. Sumi Islam

    জান্নাত ও জাহান্নাম জান্নাতে পুরুষের সংখ্যা বেশী হবে, না নারীর সংখ্যা?

    নারীরা অধিকাংশ জাহান্নামী হবে। তার মানে কিন্তু এই নয় যে, জান্নাতে নারীর সংখ্যা কম হবে। আসলে জান্নাতে জান্নাতী হুরীদেরকে নিয়ে নারীর সংখ্যাই অধিক হবে। অবশ্য এ কথাও সত্য যে, দুনিয়ার মহিলাদের অধিকাংশ জাহান্নামী হবে। মহানবী (ﷺ) বলেছেন, “(জান্নাতে) জান্নাতীদের পাত্র হবে স্বর্ণের, তাদের গায়ের ঘাম...
  12. Golam Rabby

    মৃত্যু ও পরবর্তী জাহান্নাম নিচ থেকে উপরে সাতটি স্তরে বিন্যস্ত আছে

    আল্লাহ তাআলা বলেন, “অবশ্যই জাহান্নাম হবে (ইবলিশের অনুসারীদের) প্রতিশ্রুত স্থান। তাতে থাকবে (একটির নিচে আরেকটি এরূপ) সাতটি দরজা; এগুলোর প্রতিটি দরজার জন্যে (নির্দিষ্ট) থাকবে এক একটি নির্দিষ্ট অংশ।" (সূরা হিজর: ৪৩-৪৪) এ আয়াত থেকে জানা গেলো যে, জাহান্নামের সাতটি দরজা রয়েছে, এগুলো অপরাধ অনুসারে...
  13. Golam Rabby

    মৃত্যু ও পরবর্তী আগুনের মেঘমালা বইতে থাকবে

    আল্লাহ তাআলা বলেন, “তাদের জন্যে তাদের ওপর থেকে (ছায়াদানকারী) আগুনের মেঘমালা থাকবে, তাদের নিচের দিক থেকেও থাকবে আগুনেরই বিছানা; এ হচ্ছে সে (বীভৎস) আযাব, যা দিয়ে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের ভয় দেখাচ্ছেন; (এরপর আল্লাহ বলেন, অতএব) হে আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো ।" (সূরা যুমার: আায়ত ১৬)...
  14. Golam Rabby

    মৃত্যু ও পরবর্তী মাথার উপর গরম পানি ঢেলে দেওয়া হবে

    আল্লাহ তাআলা বলেন, “তাদের মাথার ওপর সেদিন প্রচণ্ড পরম পানি ঢেলে দেওয়া হবে, তার ফলে যা কিছু তাদের পেটের ভেতর আছে তা সব এবং চামড়াগুলো গলে যাবে;” (সূরা ২২: হাজ্জ ১৯-২০) এরপর তার দেহ আবার পুনর্গঠিত হবে। ফেরেশতা গরম পানির বালতি ও কড়া দুটি ধরে আনবেন এবং জাহান্নামীদের মুখে ঢেলে দিতে চাইবেন । তখন...
  15. abdulazizulhakimgrameen

    বাংলা বই জাহান্নামের ভয়াবহ আযাব - PDF শরিফুল ইসলাম বিন যয়নুল আবেদীন

    জাহান্নামের ভয়াবহ আযাব নিয়ে সুন্দর আলোচনা করা হয়েছে।
  16. abdulazizulhakimgrameen

    সংশয় নিরসন জাহান্নামের উত্তাপের কারণে কীভাবে জ্বর হতে পারে?

    এ সংক্রান্ত হাদিসঃ ، فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ الْحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ فَأَبْرِدُوهَا بِالْمَاءِ ‏"‏‏.‏ .‏ অর্থঃ “... কারণ, আল্লাহর রসূল(ﷺ) বলেছেন, জ্বর জাহান্নামের উত্তাপ থেকে বা উত্তাপের কারণে হয়। অতঃপর তোমরা তা পানি দিয়ে ঠাণ্ডা কর। ইসলামবিরোধীরা প্রশ্ন...
  17. Abu Abdullah

    প্রবন্ধ জান্নাতীদের পানীয় ও এর নহরসমূহ এবং জাহান্নামীদের পানীয়

    প্রথমত: জান্নাতীদের পানীয় ও এর নহরসমূহ ১- জান্নাতীদের পানীয়: আল্লাহ তা‘আলা বলেছেন, ﴿ إِنَّ ٱلۡأَبۡرَارَ يَشۡرَبُونَ مِن كَأۡسٖ كَانَ مِزَاجُهَا كَافُورًا ٥ عَيۡنٗا يَشۡرَبُ بِهَا عِبَادُ ٱللَّهِ يُفَجِّرُونَهَا تَفۡجِيرٗا ٦ ﴾ [الانسان: ٥، ٦] নিশ্চয় সৎকর্মশীলরা পান করবে এমন পানপাত্র থেকে যার...
  18. Abu Abdullah

    প্রবন্ধ জান্নাতী ও জাহান্নামীদের খাদ্য

    প্রথমত: জান্নাতীদের খাদ্য: আল্লাহ তা‘আলা বলেছেন, ﴿ ٱدۡخُلُواْ ٱلۡجَنَّةَ أَنتُمۡ وَأَزۡوَٰجُكُمۡ تُحۡبَرُونَ ٧٠ يُطَافُ عَلَيۡهِم بِصِحَافٖ مِّن ذَهَبٖ وَأَكۡوَابٖۖ وَفِيهَا مَا تَشۡتَهِيهِ ٱلۡأَنفُسُ وَتَلَذُّ ٱلۡأَعۡيُنُۖ وَأَنتُمۡ فِيهَا خَٰلِدُونَ ٧١ وَتِلۡكَ ٱلۡجَنَّةُ ٱلَّتِيٓ...
  19. Abu Abdullah

    প্রবন্ধ জান্নাত ও জাহান্নামের বিছানা

    প্রথমত: জান্নাতীদের বিছানাপত্র: আল্লাহ তা‘আলা বলেছেন, ﴿ مُتَّكِ‍ِٔينَ عَلَىٰ فُرُشِۢ بَطَآئِنُهَا مِنۡ إِسۡتَبۡرَقٖۚ وَجَنَى ٱلۡجَنَّتَيۡنِ دَانٖ ٥٤ ﴾ [الرحمن: ٥٤] “সেখানে পুরু রেশমের আস্তরবিশিষ্ট বিছানায় তারা হেলান দেয়া অবস্থায় থাকবে এবং দুই জান্নাতের ফল-ফলাদি থাকবে নিকটবর্তী।” [সূরা...
  20. Abu Abdullah

    প্রবন্ধ জান্নাতী ও জাহান্নামীদের পোশাক পরিচ্ছেদ

    প্রথমত: জান্নাতীদের পোশাক পরিচ্ছেদ: ﴿ إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ إِنَّا لَا نُضِيعُ أَجۡرَ مَنۡ أَحۡسَنَ عَمَلًا ٣٠ أُوْلَٰٓئِكَ لَهُمۡ جَنَّٰتُ عَدۡنٖ تَجۡرِي مِن تَحۡتِهِمُ ٱلۡأَنۡهَٰرُ يُحَلَّوۡنَ فِيهَا مِنۡ أَسَاوِرَ مِن ذَهَبٖ وَيَلۡبَسُونَ ثِيَابًا خُضۡرٗا مِّن...
Back
Top