Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,101
- Comments
- 1,292
- Solutions
- 1
- Reactions
- 12,163
- Thread Author
- #1
নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,
“প্রত্যেক মানুষকে ৩৬০টি গ্রন্থি দিয়ে সৃষ্টি করা হয়েছে। অতএব যে ব্যক্তি এই গ্রন্থিগুলোর সমপরিমাণ সংখ্যক 'আল্লাহু আকবার' বলবে, 'আলহামদুলিল্লাহ' বলবে, 'লা ইলাহা ইল্লাল্লাহ' বলবে, 'সুবহানাল্লাহ' বলবে, 'আস্তাগফিরুল্লাহ' বলবে, মানুষের চলার পথ থেকে একটি পাথর বা একটি কাঁটা বা একটি হাড় সরিয়ে দেবে এবং সৎকাজের আদেশ দেবে ও অসৎ কাজ থেকে বাধা দেবে, সে ওই দিনের জন্য নিজেকে জাহান্নাম থেকে দূরে রেখে চলাফেরা করবে।” (অর্থাৎ ওই দিনে মারা গেলে সে জাহল্লাম থেকে বেঁচে যাবে)
— সহিহ মুসলিম
“প্রত্যেক মানুষকে ৩৬০টি গ্রন্থি দিয়ে সৃষ্টি করা হয়েছে। অতএব যে ব্যক্তি এই গ্রন্থিগুলোর সমপরিমাণ সংখ্যক 'আল্লাহু আকবার' বলবে, 'আলহামদুলিল্লাহ' বলবে, 'লা ইলাহা ইল্লাল্লাহ' বলবে, 'সুবহানাল্লাহ' বলবে, 'আস্তাগফিরুল্লাহ' বলবে, মানুষের চলার পথ থেকে একটি পাথর বা একটি কাঁটা বা একটি হাড় সরিয়ে দেবে এবং সৎকাজের আদেশ দেবে ও অসৎ কাজ থেকে বাধা দেবে, সে ওই দিনের জন্য নিজেকে জাহান্নাম থেকে দূরে রেখে চলাফেরা করবে।” (অর্থাৎ ওই দিনে মারা গেলে সে জাহল্লাম থেকে বেঁচে যাবে)
— সহিহ মুসলিম