Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 982
- Comments
- 1,168
- Solutions
- 1
- Reactions
- 10,745
- Thread Author
- #1
আল্লাহ তাআলা বলেন,
“তাদের মাথার ওপর সেদিন প্রচণ্ড পরম পানি ঢেলে দেওয়া হবে, তার ফলে যা কিছু তাদের পেটের ভেতর আছে তা সব এবং চামড়াগুলো গলে যাবে;” (সূরা ২২: হাজ্জ ১৯-২০) এরপর তার দেহ আবার পুনর্গঠিত হবে।
ফেরেশতা গরম পানির বালতি ও কড়া দুটি ধরে আনবেন এবং জাহান্নামীদের মুখে ঢেলে দিতে চাইবেন । তখন সেই জাহান্নামী বান্দা হতবুদ্ধি হয়ে মুখ ফিরিয়ে নেবে। ফেরেশতা তখন তার মাথার উপর লোহার হাতুড়ি দিয়ে আঘাত করবেন। ফলে তার মাথা ফেটে যাবে এবং মগজ বেরিয়ে আসবে। এরপর তার মগজ আবার লাগিয়ে দেওয়া হবে এবং সেখান দিয়ে ফেরেশতা ফুটন্ত গরম পানি ঢেলে দেবেন। আর সে পানি সরাসরি তার পেটের ভিতরে গিয়ে প্রবেশ করবে । (দুররুল মানসূর ৬/21)
ইবনে আব্বাস (রা) বলেন, ঐ হাতুড়ির আঘাত লাগা মাত্রই জাহান্নামীদের দেহের একটি অঙ্গ খসে পড়বে এবং সে তখন হায়! হায়! বলে চিৎকার করবে । (তবারী- ১৮/৫৯৩)
[বই- কবর কিয়ামাত আখিরাত (সবুজপত্র পাবলিকেশন)]
“তাদের মাথার ওপর সেদিন প্রচণ্ড পরম পানি ঢেলে দেওয়া হবে, তার ফলে যা কিছু তাদের পেটের ভেতর আছে তা সব এবং চামড়াগুলো গলে যাবে;” (সূরা ২২: হাজ্জ ১৯-২০) এরপর তার দেহ আবার পুনর্গঠিত হবে।
ফেরেশতা গরম পানির বালতি ও কড়া দুটি ধরে আনবেন এবং জাহান্নামীদের মুখে ঢেলে দিতে চাইবেন । তখন সেই জাহান্নামী বান্দা হতবুদ্ধি হয়ে মুখ ফিরিয়ে নেবে। ফেরেশতা তখন তার মাথার উপর লোহার হাতুড়ি দিয়ে আঘাত করবেন। ফলে তার মাথা ফেটে যাবে এবং মগজ বেরিয়ে আসবে। এরপর তার মগজ আবার লাগিয়ে দেওয়া হবে এবং সেখান দিয়ে ফেরেশতা ফুটন্ত গরম পানি ঢেলে দেবেন। আর সে পানি সরাসরি তার পেটের ভিতরে গিয়ে প্রবেশ করবে । (দুররুল মানসূর ৬/21)
ইবনে আব্বাস (রা) বলেন, ঐ হাতুড়ির আঘাত লাগা মাত্রই জাহান্নামীদের দেহের একটি অঙ্গ খসে পড়বে এবং সে তখন হায়! হায়! বলে চিৎকার করবে । (তবারী- ১৮/৫৯৩)
[বই- কবর কিয়ামাত আখিরাত (সবুজপত্র পাবলিকেশন)]