বইটি মূলত আসমা ওয়াস সিফাত তথা আল্লাহর সুন্দর নামসমূহ ও গুণাবলী বিষয়ক বিশুদ্ধ আকীদা উপস্থাপনে নিবেদিত। এতে কুরআন ও সহীহ হাদীসের ভিত্তিতে সালাফে সালেহীনের পথ অনুসরণ করে আল্লাহর আরশের উপর উঠা, বান্দার সাথে থাকা, শ্রবণ, দৃষ্টি, ইচ্ছা, রহমত, চেহারা, হাত, পা প্রভৃতি সিফাতগুলো বিশুদ্ধভাবে ব্যাখ্যা করা...