আকীদা ও মানহাজের মৌলিক ও অপরিহার্য বিষয়সমূহ নিয়ে রচিত যুগান্তকারী এক ব্যাখ্যাগ্রন্থ 'শারহু উসূলুস সুন্নাহ'। এতে সাহাবাদের মর্যাদা, তাকদীর, আল্লাহর সিফাত, ঈমান, কুরআন, সুন্নাহ, বিদ‘আত, শিরক, নবী-রাসূলদের অবস্থান, শাসকদের আনুগত্য, জান্নাত-জাহান্নাম, হাওয, কবরের আযাবসহ অসংখ্য বিষয়ের ফিকরী ব্যাখ্যা...