সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
H

শিরক মাজারে কিছু চাওয়া শিরক

hasan123

Member

Threads
2
Comments
5
Reactions
28
Credits
52
যারা মাজারে বিশ্বাস করে তারা শিরিক করে। আপনি যদি আবু হানিফার ফিকহুল আকবর বই পড়েন তাহলে বুঝতে পারবেন যে মক্কার কাফেররাও আসলে আল্লাহর উপর বিশ্বাস করতো।
তারা হিন্দুদের মতো ছিল না বরং অনেক আলাদা ধর্মের ছিল। তারা আল্লাহর উপর বিশ্বাস করতো কিন্তু তারা মানতো যে আল্লাহর কাছ থেকে সরাসরি চাইলে দিবে না তাই নির্দিষ্ট মানুষের মুক্তি বানিয়ে পূজা করে তাদের কাছে চাইতে হবে আর তারা উসিলা হিসেবে আল্লাহর কাছে চাইবে। মক্কার কাফেররা এটাই বিশ্বাস করতো যে মুক্তি গুলোর উপাসনা করলে সেইগুলো আল্লাহর কাছে তাদের জন্যে তাদের দোআ কবুল করার জন্যে প্রার্থনা করবে।

মক্কার কাফেরদের সেই মানসিকতা এখনো মানুষের মধ্যে আছে, শুধু পার্থক্য এতটুকু যে মুক্তির বদলে এখন কবরকে উসিলা মনে করা হয়। যারা এইসব কবরে যাই তারা শিরিক করে।

আমি জানি না যে মাজারে যাদের কবর আছে তারা কি অতীতে ভালো মানুষ ছিল নাকি খারাপ মানুষ ছিল কিন্তু এইটা জানি যে তাদের কবরে কিছু চাওয়া শিরিক আর ইসলামে নির্দিষ্ট কাউকে ওলী বা জান্নাতি বলা জায়েজ না কারণ আমরা জানিনা যে তাদের মনে কি ছিল বা তাদের ভবিৎষতে কি।

আমি শুধু এইটুকু জানি যে সত্য ইসলাম সেটাই যেটা মুহাম্মদ(সা) প্রচার করেছেন তাই কেউ যদি তার কথা মেনে চলে তাহলে সে ভালো মানুষ আর কেউ যদি তার কোথার বিরুদ্ধে যাই তাহলে সে ওলী তো না বরং কাফের।

বর্তমানে পৃথিবীতে সত্যে পৌঁছানোর একমাত্র উপায় হচ্ছে আব্দুল্লার সন্তান মুহাম্মদ(সা) আর যা তিনি প্রচার করেছেন সেটাই সত্য অর্থাৎ কোরান আর হাদিস।

তুমি যদি কাউকে পানিতে হাঁটার আর আকাশে উড়ার ক্ষমতা রাখতেও দেখো তাও তার অনুসরণ করবে না যদি সে মুহাম্মদ(সা) এর কথার বিরুদ্ধে যাই।
 
COMMENTS ARE BELOW
Threads
2
Comments
6
Reactions
15
Credits
61
যারা এইসব কবরে যাই তারা শিরিক করে।
আমরা জানিনা যে তাদের মনে কি ছিল বা তাদের ভবিৎষতে কি।
ভাই আপনার পোস্ট উল্টা পাল্টা লাগতেছে কিছু বুঝি আবার বুঝিনা।

দয়াকরে দালিলিক আলোচনার পোস্ট করবেন এবং নিজের মতো করে না লিখে আলেমদের বই থেকে কিংবা লিখুনি পোস্ট করলে সবাই উপকৃত হবে ইন শা আল্লাহ
 

Farhad Molla

Susceptible

Exposer
Q&A Master
Reporter
Salafi User
Threads
141
Comments
218
Solutions
1
Reactions
1,402
Credits
1,269
দয়া করে দলিলভিত্তিক আলোচনা করুন | দলিল ছাড়া কথা বলবেন না |
 

hasan123

Member

Threads
2
Comments
5
Reactions
28
Credits
52
ভাই আপনার পোস্ট উল্টা পাল্টা লাগতেছে কিছু বুঝি আবার বুঝিনা।

দয়াকরে দালিলিক আলোচনার পোস্ট করবেন এবং নিজের মতো করে না লিখে আলেমদের বই থেকে কিংবা লিখুনি পোস্ট করলে সবাই উপকৃত হবে ইন শা আল্লাহ
Is it permissible to say that a particular person is one of the awliya’ (close friends) of Allah? - Islam Question & Answer
দলিল দিছি । এই ওয়েবসাইটের লেখক একজন আলেম
Post automatically merged:

Is it permissible to say that a particular person is one of the awliya’ (close friends) of Allah? - Islam Question & Answer
দলিল দিছি । এই ওয়েবসাইটের লেখক একজন আলেম
 

Farhad Molla

Susceptible

Exposer
Q&A Master
Reporter
Salafi User
Threads
141
Comments
218
Solutions
1
Reactions
1,402
Credits
1,269
Is it permissible to say that a particular person is one of the awliya’ (close friends) of Allah? - Islam Question & Answer
দলিল দিছি । এই ওয়েবসাইটের লেখক একজন আলেম
Post automatically merged:

Is it permissible to say that a particular person is one of the awliya’ (close friends) of Allah? - Islam Question & Answer
দলিল দিছি । এই ওয়েবসাইটের লেখক একজন আলেম
জাযাকাল্লাহু খাইরান
 
Top