- Joined
- Jan 3, 2023
- Threads
- 647
- Comments
- 790
- Reactions
- 6,876
- Thread Author
- #1
১. যে ভালো কাজ করবে সে তার ভালো ফল পাবে, আর যে খারাপ করবে সে তার শাস্তি পাবে।
আল্লাহ বলেন, "আর আসমানসমূহে যা রয়েছে এবং যমীনে যা রয়েছে, তা আল্লাহরই। যাতে তিনি কাজের প্রতিফল দিতে পারেন যারা মন্দ কাজ করে এবং তাদেরকে তিনি উত্তম পুরস্কার দিতে পারেন যারা সৎকর্ম করে" (সূরা আন নাজম, আয়াত- ৩১)
অর্থাৎ, প্রত্যেক ব্যক্তিই তার কৃত আমলের প্রতিদান পাবে। তাই আমল করার উপর নির্ভর করবে তার কর্মফল।
২. প্রত্যেকের কর্মফল তার কাজের সাথে সম্পৃক্ত।
অন্য আয়াতে আল্লাহ বলেন,
"আমরা প্রত্যেক মানুষের কর্মকে তার কাজের সাথে সম্পর্ক করে দিয়েছি" (সূরা আল ইসরা, আয়াত- ১৩)
অর্থাৎ, প্রত্যেক মানুষকে তার নিজের কাজের ব্যাপারে সক্ষমতা দেয়া হয়েছে এবং কর্মক্ষমতা তা আওতাধীন রয়েছে। সে যা ইচ্ছা করে তা করতে পারে। তার কর্ম ও ইচ্ছা আল্লাহর কর্ম ও ইচ্ছার সাথে সাংঘর্ষিক নয়।
— সহীহ ইসলামী আকীদা, পৃ: ১৪০-১৪১; ড. মুহাম্মদ সাইফুল্লাহ; মাকতাবাত আল মুফলিহুন
আল্লাহ বলেন, "আর আসমানসমূহে যা রয়েছে এবং যমীনে যা রয়েছে, তা আল্লাহরই। যাতে তিনি কাজের প্রতিফল দিতে পারেন যারা মন্দ কাজ করে এবং তাদেরকে তিনি উত্তম পুরস্কার দিতে পারেন যারা সৎকর্ম করে" (সূরা আন নাজম, আয়াত- ৩১)
অর্থাৎ, প্রত্যেক ব্যক্তিই তার কৃত আমলের প্রতিদান পাবে। তাই আমল করার উপর নির্ভর করবে তার কর্মফল।
২. প্রত্যেকের কর্মফল তার কাজের সাথে সম্পৃক্ত।
অন্য আয়াতে আল্লাহ বলেন,
"আমরা প্রত্যেক মানুষের কর্মকে তার কাজের সাথে সম্পর্ক করে দিয়েছি" (সূরা আল ইসরা, আয়াত- ১৩)
অর্থাৎ, প্রত্যেক মানুষকে তার নিজের কাজের ব্যাপারে সক্ষমতা দেয়া হয়েছে এবং কর্মক্ষমতা তা আওতাধীন রয়েছে। সে যা ইচ্ছা করে তা করতে পারে। তার কর্ম ও ইচ্ছা আল্লাহর কর্ম ও ইচ্ছার সাথে সাংঘর্ষিক নয়।
— সহীহ ইসলামী আকীদা, পৃ: ১৪০-১৪১; ড. মুহাম্মদ সাইফুল্লাহ; মাকতাবাত আল মুফলিহুন
Last edited: