আক্বীদাহ আত-তাওহীদ বিষয়ে ১০০ প্রশ্নোত্তর
-
২০। ইবাদতের প্রকারগুলি হতে কিছু উল্লেখ করুন।
উত্তর: ইবাদতের প্রকারগুলি হলো: দু'আ الدعاء : প্রার্থনা বা আহ্বান করা, ইস্তিগাছাহ الإستغنة : নিরুপায় ব্যক্তির বিপদে উদ্ধারের জন্য আশ্রয় প্রার্থনা করা, ইস্তিআনাহ الإستعنة : সাহার্য্য প্রার্থনা করা, যাবহুল-কুরবান ذبح القربان : আত্মত্যাগ বা কুরবানী করা, নাযর الذر : মানত করা, খওফ الخوف : ভয়-ভীতি...- Abu Umar
- Thread
- আক্বীদাহ আত-তাওহীদ বিষয়ে ১০০ প্রশ্নোত্তর
- Replies: 0
- Forum: অনলাইন রিডার
-
১৯। তাওহীদুল আসমা ওয়াছ-ছিফাত কাকে বলে?
উত্তর: আল্লাহ তা'আলা যে সকল নাম ও গুণাবলির দ্বারা নিজেকে গুণান্নিত করেছেন সে সকল নাম ও গুণাবলিতে কোন প্রকার পবির্তন ও রহিতকরণ ছাড়াই আল্লাহকে এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করা। এ বিষয়ে আল্লাহ তা'আলার বাণী: لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ কোন কিছুই তাঁর সদৃশ নয়, আর তিনি শোনেন ও...- Abu Umar
- Thread
- আক্বীদাহ আত-তাওহীদ বিষয়ে ১০০ প্রশ্নোত্তর
- Replies: 0
- Forum: অনলাইন রিডার
-
১৮। তাওহীদুল-উলুহিয়্যাহ [৬] কাকে বলে?
উত্তর: মানুষের সকল প্রকার ইবাদত একমাত্র একক আল্লাহর জন্য নিদিষ্ট করা যা তিনি বান্দার জন্য শরী'আত হিসেবে বিধিবদ্ধ করেছেন। যেমন দু'আ বা আহ্বান করা, যবেহ বা কুরবানী করা ও সাজদা করা। [৬] তাওহীদুল উলুহিয়াহ বা ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ব হলো বান্দার ঐ সকল কর্মে আল্লাহর একত্ব, যে সকল কাজের...- Abu Umar
- Thread
- আক্বীদাহ আত-তাওহীদ বিষয়ে ১০০ প্রশ্নোত্তর
- Replies: 0
- Forum: অনলাইন রিডার
-
১৭। তাওহীদুর-রুবুবিয়্যাহ কাকে বলে?
উত্তর: আল্লাহর সকল কর্মে আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করা। যেমন সৃষ্টি করা, রিযিক দেয়া, বৃষ্টি বর্ষণ করা ও জীবন-মরনের মালিক হিসেবে আল্লাহকে এককভাবে বিশ্বাস করা।- Abu Umar
- Thread
- আক্বীদাহ আত-তাওহীদ বিষয়ে ১০০ প্রশ্নোত্তর
- Replies: 0
- Forum: অনলাইন রিডার
-
১৬। তাওহীদের প্রকারগুলি কী কী?
উত্তর: তাওহীদ তিন প্রকার। ১। توحيد الربوبية তাওহীদুর-রুবুবিয়্যাহ বা প্রভুত্বের ক্ষেত্রে আল্লাহর একত্ব। ২। توحيد الألوهية তাওহীদুল-উলুহিয়্যাহ তথা ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ব। ৩। توحيد الأسماء والصفات তাওহীদুল-আসমা ওয়াছ-ছিফাত বা নাম ও গুণাবলির ক্ষেত্রে একত্ব।- Abu Umar
- Thread
- আক্বীদাহ আত-তাওহীদ বিষয়ে ১০০ প্রশ্নোত্তর
- Replies: 0
- Forum: অনলাইন রিডার
-
১৫। সেই বৃহত্তর কাজ কী যা করতে আল্লাহ তা'আলা নির্দেশ দিয়েছেন?
উত্তর: সেই বৃহত্তর কাজ যে বিষয়ে আল্লাহ তা'আলা আদেশ করেছেন তাহলো, আত-তাওহীদ অর্থাৎ একমাত্র তাঁর (আল্লাহর) "ইবাদত" করা, তিনি একক সত্তা তাঁর কোন শরীক নেই। এই মর্মে আল্লাহ তা'আলার বাণী: وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَّسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ আমি প্রত্যেক...- Abu Umar
- Thread
- আক্বীদাহ আত-তাওহীদ বিষয়ে ১০০ প্রশ্নোত্তর
- Replies: 0
- Forum: অনলাইন রিডার
-
১৪। মুহাম্মাদ ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল, এই সাক্ষ্য প্রদানের অর্থ কী?
উত্তর: তাহলো, এই সাক্ষ্য দেয়া যে, তিনি (মুহাম্মাদ হুল্লাল্লাহু আলইহি ওয়াসাল্লাম) যে সকল বিষয়ে আদেশ করেছেন তার আনুগত্য করা, তাঁর সকল সংবাদকে সত্য বলে বিশ্বাস করা, তিনি যা করতে নিষেধ করেছেন ও সতর্ক করেছেন তা থেকে বিরত থাকা এবং একমাত্র তাঁর শরী'আত অনুযায়ী ইবাদত করা।- Abu Umar
- Thread
- আক্বীদাহ আত-তাওহীদ বিষয়ে ১০০ প্রশ্নোত্তর
- Replies: 0
- Forum: অনলাইন রিডার
-
১৩। লা-ইলাহা ইল্লাল্লাহ্, এই সাক্ষ্য প্রদানের অর্থ কী?
উত্তর: তাহলো, এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ্ ছাড়া "সত্য" বা হক কোন মা'বুদ নেই।- Abu Umar
- Thread
- আক্বীদাহ আত-তাওহীদ বিষয়ে ১০০ প্রশ্নোত্তর
- Replies: 0
- Forum: অনলাইন রিডার
-
১২। ইবাদত العبادة কাকে বলা হয়?
উত্তর: ইবাদত একটি ব্যাপক অর্থবোধক বিষয়ের নাম, যা প্রকাশ্য ও অপ্রকাশ্য কথা ও কর্মের সমন্বয়ে অনুষ্ঠিত হয়, যা আল্লাহ পছন্দ করেন ও তাতে সন্তষ্ট হন।- Abu Umar
- Thread
- আক্বীদাহ আত-তাওহীদ বিষয়ে ১০০ প্রশ্নোত্তর
- Replies: 0
- Forum: অনলাইন রিডার
-
১১। ইয়া'বুদুন يعبدون অর্থ কী?
উত্তর: ইয়া'বুদুন অর্থ يوحدون ইউওয়াহহিদুন বা ইবাদতকে কেবলমাত্র এক আল্লাহর জন্য নিদিষ্ট করা, অন্য কারো জন্য নয়।- Abu Umar
- Thread
- আক্বীদাহ আত-তাওহীদ বিষয়ে ১০০ প্রশ্নোত্তর
- Replies: 0
- Forum: অনলাইন রিডার
-
১০। আল্লাহ তা'আলা জিন ও মানুষকে কেবলমাত্র তাঁর ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন, এর প্রমাণে কুরআনের দলীল কী?
উত্তর: এ বিষয়ে আল্লাহ তা'আলার এই বাণী, তিনি বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ আমি জিন ও মানুষকে এই জন্য সৃষ্টি করেছি যে, তারা একমাত্র আমারই ইবাদত করবে। (সূরা আয-যারিয়াত ৫১:৫৬)- Abu Umar
- Thread
- আক্বীদাহ আত-তাওহীদ বিষয়ে ১০০ প্রশ্নোত্তর
- Replies: 0
- Forum: অনলাইন রিডার
-
৯। আল্লাহ তা'আলা জিন ও মানুষকে কেন সৃষ্টি করেছেন?
উত্তর: একনিষ্ঠ হয়ে তাঁর ইবাদত করার জন্য, তিনি একক সত্তা তাঁর কোন শরীক নেই।- Abu Umar
- Thread
- আক্বীদাহ আত-তাওহীদ বিষয়ে ১০০ প্রশ্নোত্তর
- Replies: 0
- Forum: অনলাইন রিডার
-
৮। ইস্তাওয়া استوي অর্থ কী?
উত্তর: ইস্তাওয়া অর্থ উপরে হওয়া, সমুন্নত হওয়া, উপরে ওঠা ও স্থির হওয়া।- Abu Umar
- Thread
- আক্বীদাহ আত-তাওহীদ বিষয়ে ১০০ প্রশ্নোত্তর
- Replies: 0
- Forum: অনলাইন রিডার
-
৭। আল্লাহ তা'আলা আসমানে আরশের ওপর সমুন্নত রয়েছেন, কুরআন থেকে তার প্রমাণ কী?
উত্তর: আল্লাহ তা'আলা আসমানে আছেন কুরআন থেকে তার প্রমাণ হলো, আল্লাহর এই বাণী: وَأَمِنتُم مَّن فِي السَّمَاءِ أَن يَخْسِفَ بِكُمُ الْأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ তোমরা কি নিরাপদ হয়ে গেছো যে, আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদেরসহ ভূমিকে ধ্বসিয়ে দিবেন না? আর তখন তা আকস্মিকভাবে থরথর করে কাঁপতে থাকবে।...- Abu Umar
- Thread
- আক্বীদাহ আত-তাওহীদ বিষয়ে ১০০ প্রশ্নোত্তর আরশ
- Replies: 0
- Forum: অনলাইন রিডার
-
৬। প্রশ্ন: আল্লাহ কোথায়?
উত্তর: আল্লাহ তা'আলা আসমানে আরশের ওপর সমুন্নত আছেন।- Abu Umar
- Thread
- আক্বীদাহ আত-তাওহীদ বিষয়ে ১০০ প্রশ্নোত্তর
- Replies: 0
- Forum: অনলাইন রিডার
-
৫। তুমি কিসের মাধ্যমে তোমার রবকে চিনেছ?
উত্তর: তাঁর নিদর্শনসমূহ ও তাঁর সৃষ্টিজগত দেখে তাঁকে চিনেছি। তাঁর নিদর্শনসমূহের মধ্যে হলো: রাত-দিন, সূর্য-চন্দ্র। তাঁর সৃষ্টি সমূহের মধ্যে রয়েছে: সাত আসমান ও যা কিছু তার ভিতরে রয়েছে, সাত যমিন ও যা কিছু তার ভিতরে রয়েছে এবং যা কিছু এতদু'ভয়ের মধ্যস্থলে আছে। এর প্রমাণে আল্লাহ তা'আলা বলেন, وَمِنْ...- Abu Umar
- Thread
- আক্বীদাহ আত-তাওহীদ বিষয়ে ১০০ প্রশ্নোত্তর
- Replies: 0
- Forum: অনলাইন রিডার
-
৪। তোমার রব কে?
উত্তর: সেই আল্লাহ তা'আলা আমার রব যিনি আমাকে ও অন্যান্য সকল সৃষ্ট জীবকে তাঁর বিশেষ নি'আমতসমূহ দ্বারা প্রতিপালন করেন। তিনি আমার মাবুদ, তিনি ছাড়া আমার অন্য কোন আসল মাবুদ নেই। এর সমর্থনে পবিত্র কুরআনের প্রমাণ হচ্ছে: الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ সকল প্রশংসা একমাত্র আল্লাহরই জন্য, যিনি সারা...- Abu Umar
- Thread
- আক্বীদাহ আত-তাওহীদ বিষয়ে ১০০ প্রশ্নোত্তর
- Replies: 0
- Forum: অনলাইন রিডার
-
৩। যে তিনটি মূলনীতি জানা প্রতিটি মানুষের জন্য অবশ্যক যা সম্পর্কে কবরে জিজ্ঞাসা করা হবে তা কী কী?
উত্তর: (১) মানুষকে তার রব বা সৃষ্টিকর্তা সম্পর্কে জানা [৩] (২) দীন বা জীবন বিধান সম্পর্কে জানা।[৪] ও (৩) নাবী মুহাম্মাদ ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা।[৫] [৩] আমার প্রতিপালক আল্লাহ, তিনি সৃষ্টিকর্তা, সারা বিশ্বের মালিক এবং পরিচালনাকারী। আমার পালনকর্তার নিদর্শন এবং সৃষ্টি জীবের...- Abu Umar
- Thread
- আক্বীদাহ আত-তাওহীদ বিষয়ে ১০০ প্রশ্নোত্তর
- Replies: 0
- Forum: অনলাইন রিডার
-
২। আমরা কোথা থেকে আক্বীদাহ [২] العقيدة গ্রহণ করব?
উত্তর: কুরআন-সুন্নাহ থেকে এবং এ উম্মাতের সালাফে ছ্বলেহীনগণের নিকট থেকে। [২] আল্লাহ তা'আলা, তার ফেরেশতাগণ, তার আসমানী কিতাবসমূহ, তার প্রেরিত রসূলগণ (আলাইহিমুস্ সলাতু ওয়াস্-সালাম), শেষ দিবস এবং ভাগ্যের ভালোমন্দের প্রতি বিশ্বাস স্থাপন করাকে ইসলামী শরী'আতের পরিভাষায় আক্বীদাহ বলা হয়। এগুলোকে আরকানুল...- Abu Umar
- Thread
- আক্বীদাহ আত-তাওহীদ বিষয়ে ১০০ প্রশ্নোত্তর
- Replies: 0
- Forum: অনলাইন রিডার
-
১. প্রশ্ন: আমরা তাওহীদ التوحيد [১] শিক্ষা করব কেন?
উত্তর: তাওহীদ শিক্ষা করব এই জন্য যে, তাওহীদ হলো ইসলামের মৌলিক বিষয়সমূহের মধ্যে মূল বিষয়। আর তাওহীদের জন্যই আল্লাহ তা'আলা জিন ও মানুষ সৃষ্টি করেছেন, নাবী-রসূল প্রেরণ করেছেন, কিতাবসমূহ অবতীর্ণ করেছেন, জান্নাত-জাহান্নাম সৃষ্টি করেছেন এবং মানুষ মুসলিম ও কাফির এ দু'ভাগে বিভক্ত হয়েছে। আল্লাহ তা'আলা...- Abu Umar
- Thread
- আক্বীদাহ আত-তাওহীদ বিষয়ে ১০০ প্রশ্নোত্তর
- Replies: 0
- Forum: অনলাইন রিডার