- Joined
- Jan 3, 2023
- Threads
- 653
- Comments
- 796
- Reactions
- 6,947
- Thread Author
- #1
বড় শিরক ও ছোট শিরকের মাঝে পার্থক্য:
১. বড় শিরককারী ইসলাম থেকে বের হয়ে যায়, কেননা বড় শিরক মূল তাওহীদের পরিপন্থী। পক্ষান্তরে ছোট শিরককারী ইসলাম থেকে বের হয় না কিন্তু অপরিহার্য তাওহীদের পরিপূর্ণতাকে হ্রাস করে, বড় গুনাহগার।
২. বড় শিরককারী বিনা তাওবায় মারা গেলে জাহান্নামে চিরস্থায়ী হবে, পক্ষান্তরে ছোট শিরককারী যদিও জাহান্নামে প্রবেশ করে তাহলে সে চিরস্থায়ী হবে না। সে বরং জান্নাতে প্রবেশ করবে।
৩. বড় শিরককারী বিনা তাওবায় মারা গেলে তার সমস্ত সৎআমল নষ্ট হয়ে যায়। পক্ষান্তরে ছোট শিরককারীর (রিয়া) এর ফলে সেই আমলই নষ্ট হয় যাতে রিয়া সংঘটিত হয়, অন্য আমল নয়।
৪. বড় শিরক করার ফলে তার জান ও মাল বৈধ হয়ে যায়, কিন্তু ছোট শিরক করার ফলে তার জান ও মাল বৈধ হয় না। বরং জান-মালের হেফাযত সে পেয়ে থাকে।
- তাওহীদুল ইবাদাহ: একমাত্র আল্লাহর ইবাদত তাৎপর্য ও বিশ্লেষণ, চতুর্থ অধ্যায়; দারুল কারার পাবলিকেশন্স
১. বড় শিরককারী ইসলাম থেকে বের হয়ে যায়, কেননা বড় শিরক মূল তাওহীদের পরিপন্থী। পক্ষান্তরে ছোট শিরককারী ইসলাম থেকে বের হয় না কিন্তু অপরিহার্য তাওহীদের পরিপূর্ণতাকে হ্রাস করে, বড় গুনাহগার।
২. বড় শিরককারী বিনা তাওবায় মারা গেলে জাহান্নামে চিরস্থায়ী হবে, পক্ষান্তরে ছোট শিরককারী যদিও জাহান্নামে প্রবেশ করে তাহলে সে চিরস্থায়ী হবে না। সে বরং জান্নাতে প্রবেশ করবে।
৩. বড় শিরককারী বিনা তাওবায় মারা গেলে তার সমস্ত সৎআমল নষ্ট হয়ে যায়। পক্ষান্তরে ছোট শিরককারীর (রিয়া) এর ফলে সেই আমলই নষ্ট হয় যাতে রিয়া সংঘটিত হয়, অন্য আমল নয়।
৪. বড় শিরক করার ফলে তার জান ও মাল বৈধ হয়ে যায়, কিন্তু ছোট শিরক করার ফলে তার জান ও মাল বৈধ হয় না। বরং জান-মালের হেফাযত সে পেয়ে থাকে।
- তাওহীদুল ইবাদাহ: একমাত্র আল্লাহর ইবাদত তাৎপর্য ও বিশ্লেষণ, চতুর্থ অধ্যায়; দারুল কারার পাবলিকেশন্স
Last edited: