শিরক শিরকে আসগার বা ছোট শিরক কি?

Joined
Jan 12, 2023
Threads
827
Comments
1,075
Solutions
19
Reactions
11,923
শিরকে আসগার বা ছোট শিরক হলো, কুরআন ও সুন্নাহে এগুলোকে শিরক হিসেবে নামকরণ করা হয়েছে, কিন্তু এ ধরনের শিরককারী ইসলাম থেকে বের হয়ে যায় না। এ ধরনের শিরক দু'ভাবে হতে পারে-

প্রথমত: শাব্দিকভাবে। যেমন, মহান আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করা। আবদুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন,

مَنْ حَلَفَ بِغَيْرِ اللَّهِ فَقَدْ كَفَرَ أَوْ أَشْرَكَ»​

“আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কিছুর নামে যে লোক শপথ করল, সে যেন কুফরী করল অথবা শিরক করল।" [জামে— আত-তিরমিযী: ১৫৩৫; আবূ দাউদ: ৩২৫১; আলবানী বলেন, হাদীসটি সহীহ]

এভাবে বলা যে, যদি আল্লাহ ও আপনি না থাকতেন, আল্লাহ ও আপনি যা চান। এগুলো শব্দগত শিরকের অন্তর্ভুক্ত।

দ্বিতীয়ত: অন্তরের মধ্যে গোপনভাবে। এ ধরনের শিরক অনেক রয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো, রিয়া বা প্রদর্শনেচ্ছা।
 
Similar threads Most view View more
Back
Top