সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

শিরক বড় শিরক ও ছোট শিরকের মাঝে পার্থক্য

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Threads
792
Comments
931
Reactions
8,775
Credits
4,132
বড় শিরক ও ছোট শিরকের মাঝে পার্থক্য:

১. বড় শিরককারী ইসলাম থেকে বের হয়ে যায়, কেননা বড় শিরক মূল তাওহীদের পরিপন্থী। পক্ষান্তরে ছোট শিরককারী ইসলাম থেকে বের হয় না কিন্তু অপরিহার্য তাওহীদের পরিপূর্ণতাকে হ্রাস করে, বড় গুনাহগার।

২. বড় শিরককারী বিনা তাওবায় মারা গেলে জাহান্নামে চিরস্থায়ী হবে, পক্ষান্তরে ছোট শিরককারী যদিও জাহান্নামে প্রবেশ করে তাহলে সে চিরস্থায়ী হবে না। সে বরং জান্নাতে প্রবেশ করবে।

৩. বড় শিরককারী বিনা তাওবায় মারা গেলে তার সমস্ত সৎআমল নষ্ট হয়ে যায়। পক্ষান্তরে ছোট শিরককারীর (রিয়া) এর ফলে সেই আমলই নষ্ট হয় যাতে রিয়া সংঘটিত হয়, অন্য আমল নয়।

৪. বড় শিরক করার ফলে তার জান ও মাল বৈধ হয়ে যায়, কিন্তু ছোট শিরক করার ফলে তার জান ও মাল বৈধ হয় না। বরং জান-মালের হেফাযত সে পেয়ে থাকে।

- তাওহীদুল ইবাদাহ: একমাত্র আল্লাহর ইবাদত তাৎপর্য ও বিশ্লেষণ, চতুর্থ অধ্যায়; দারুল কারার পাবলিকেশন্স
 
Last edited:
Top