যেসকল মুসলিম; মুসলিমদের পুনর্জাগরণ চায়, তাদের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে, সঠিক তাওহীদ বোঝা। তারা আমাদেরকে ওহাবী বলছে বা পশ্চাদপদী বলছে, তাতে আমরা কিছুই মনে করি না। এমন দুর্নাম ছড়ানোর কথা আমাদের রব আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং আমাদের নবীর মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন,
مَا...