কা'নাবি বলেন, ইমাম মালিকের অন্তিম মুহূর্তে তার কাছে গিয়ে দেখি, তিনি অনবরত কাঁদছেন। আমি জিজ্ঞেস করলাম, আবু আব্দিল্লাহ, আপনি কাঁদছেন কেন? তিনি উত্তর দিলেন, ইবনু কানাব, কেন কাঁদব না, বলো? কান্নাই তো এখন আমার ভাগ্যলিপি! আহ্, নিজের মতামতের আলোকে যেসব ফাতওয়া দিয়েছি, সেগুলোর জন্য যদি আমাকে একটি করে...