উত্তর : নারীর কণ্ঠস্বর সতর নয়, এটি তাদের খিলাফ (ব্যতিক্রম), আহলুল ‘ইলমের মধ্যে যারা বলেন, এটি সতর। যা সঠিক তা হল: নারীর কণ্ঠস্বর সতর নয়। নারী সাহাবীগণ আল্লাহর রসূলের (ﷺ) নিকট আসতেন এবং তাঁকে বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে জিজ্ঞাসা করতন, এমনকি সেখানে পুরুষ সাহাবীগণ উপস্থিত থাকতেন। অথচ তিনি (ﷺ)...