পোশাক, সাজসজ্জা ও ছবি বাড়ির চাকর থেকে কি পর্দা করতে হবে? কেউ কেউ বলে, মাথায় কাপড় থাকলে সমস্যা নেই। এমতাবস্থায় করণীয় কী?

Joined
Jul 24, 2023
Threads
520
Comments
533
Reactions
5,584
বাড়ির চাকর ক্রীতদাস নয়। চাকর, ড্রাইভার প্রভৃতি সেবক হলেও তারা পুরুষ। আর যে পুরষ মাহরাম নয়, তার সামনে মহিলাকে পর্দা করতে হবে। শুধু মাথায় কাপড় দিলেই হবে না। কেননা চেহারা হল আসল সৌন্দর্যের জিনিস। আর তা খোলা রাখলে বিপদ ঘটতে পারে।

আল্লাহ তা‘আলা বলেন,

وَ اِذَا سَاَلۡتُمُوۡہُنَّ مَتَاعًا فَسۡـَٔلُوۡہُنَّ مِنۡ وَّرَآءِ حِجَابٍ ذٰلِکُمۡ اَطۡہَرُ لِقُلُوۡبِکُمۡ وَ قُلُوۡبِہِنَّ​

‘তোমরা তাদের নিকট হতে কিছু চাইলে পর্দার অন্তরাল হতে চাও। এ বিধান তোমাদের এবং তাদের হৃদয়ের জন্য অধিকতর পবিত্র’ (সূরা আল-আহযাব : ৫৩)।

এছাড়া মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘যখনই কোন পুরষ কোন মহিলার সাথে নির্জনতা অবলম্বন করে, তখনই শয়তান তাদের তৃতীয় সাথী হয় (তিরমিযী, হা/১১৭১; মিশকাত, হা/৩১১৮, সনদ সহীহ)।



সূত্র: আল-ইখলাছ।​
 
Last edited:
Similar threads Most view View more
Back
Top