Knowledge Sharer
ilm Seeker
Q&A Master
Salafi User
- Joined
- Jul 24, 2023
- Threads
- 520
- Comments
- 533
- Reactions
- 5,588
- Thread Author
- #1
স্ত্রীকে পর্দার ব্যবস্থা করে দেয়া স্বামীর দায়িত্ব। তাকে বেপর্দার দিকে ঠেলে দেয়া স্বামীর কাপুরষতার পরিচয়। অনেকেই বন্ধু-বান্ধবের সামনে নিজ স্ত্রীকে দেখা সাক্ষাৎ করার জন্য নিয়ে যায়। যা বৈধ নয়। কেননা শরী‘আতে পরিবারসহ জাহান্নামের আগুন থেকে বাঁচার তাকীদ প্রদান করা হয়েছে (সূরা আত-তাহরীম : ৬)।
আর স্ত্রীর উপর স্বামীর আনুগত্য করা ওয়াজিব। কিন্তু গুনাহের ব্যাপারে তার আনুগত্য বৈধ নয়।
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,
‘স্রষ্টার অবাধ্যতায় কোন সৃষ্টির আনুগত্য চলবে না’ (ত্বাবারাণী, আল-মু‘জামুল কাবীর, হা/৩৮১; মিশকাত, হা/৩৬৯৬; সনদ সহীহ, সহীহুল জামে‘, হা/৭৫২০)।
অতএব বেপর্দা হওয়ার ব্যপারে স্বামীর আনুগত্য করা যাবে না।
আর স্ত্রীর উপর স্বামীর আনুগত্য করা ওয়াজিব। কিন্তু গুনাহের ব্যাপারে তার আনুগত্য বৈধ নয়।
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,
لَا طَاعَةَ لِمَخْلُوْقٍ فِيْ مَعْصِيَةِ الْخَالِقِ
‘স্রষ্টার অবাধ্যতায় কোন সৃষ্টির আনুগত্য চলবে না’ (ত্বাবারাণী, আল-মু‘জামুল কাবীর, হা/৩৮১; মিশকাত, হা/৩৬৯৬; সনদ সহীহ, সহীহুল জামে‘, হা/৭৫২০)।
অতএব বেপর্দা হওয়ার ব্যপারে স্বামীর আনুগত্য করা যাবে না।
সূত্র: আল-ইখলাছ।
Last edited: