পোশাক, সাজসজ্জা ও ছবি মহিলারা দেবর ও ভাশুরের সামনে বেপর্দায় যেতে পারবে কি?

Joined
Jul 24, 2023
Threads
520
Comments
533
Reactions
5,580
পারবে না।

‘উকবাহ ইবনু ‘আমির (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,

إِيَّاكُمْ وَالدُّخُوْلَ عَلَى النِّسَاءِ فَقَالَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ يَا رَسُوْلَ اللهِ أَفَرَأَيْتَ الْحَمْوَ قَالَ الْحَمْوُ الْمَوْتُ​

‘মহিলাদের নিকট একাকী যাওয়া থেকে বিরত থাক। তখন এক আনছার সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! দেবরের ব্যাপারে কী হুকুম? তিনি উত্তর দিলেন, দেবর হচ্ছে মৃত্যুতুল্য’ (সহীহ বুখারী, হা/৫২৩২; সহীহ মুসলিম, হা/২১৭২; মিশকাত, হা/৩১০২)। ইমাম তিরমিযী (রাহিমাহুল্লাহ) বলেছেন, الْحَمْوُ অর্থ হল- স্বামীর ভাই- স্বামীর ছোট হোক বা বড় (তিরমিযী, হা/১১৭১, সনদ সহীহ)।

ইমাম লাইস (রাহিমাহুল্লাহ) বলেছেন, স্বামীর ভাই। আর তার মত স্বামীর অপরাপর নিকটবর্তী লোকেরা যেমন চাচাত, মামাত, ফুফাত ভাই ইত্যাদি। বরং এর সঠিক অর্থে বুঝা যায়- স্বামীর ভাই, স্বামীর ভাই পো, স্বামীর চাচা, চাচাত ভাই, ভাগ্নে এবং এদেরই মত অন্যসব পুরুষ যাদের সাথে এ মেয়েলোকের বিয়ে হতে পারে- যদি না সে বিবাহিতা হয় (শারহু ‘উমদাতিল আহকাম, পৃ. ২৬; ছালিহ আল-মুনাজ্জিদ, ফাতাওয়াউল ইসলাম সুওয়াল ও জওয়াব, প্রশ্ন নং-১২৮৩৭; ইবনু বায, মাজমূ‘ঊ ফাতাওয়া, ৫ম খ-, পৃ. ২৩৯; ফাতাওয়া লাজনাহ আদ-দায়েমাহ, ১৭তম খ-, পৃ. ৪৩৩)।

তাই স্বামীর ভাই থেকে সর্বদা মহিলারা সতর্ক থাকবে।



সূত্র: আল-ইখলাছ।​
 
Similar threads Most view View more
Back
Top