যে আপন প্রবৃত্তিকে দমিয়ে রাখতে পেরেছে, প্রকৃতপক্ষে সে-ই স্বাধীন; বরং সে রাজা। তাই এক দুনিয়াবিমুখ ব্যক্তি এক রাজাকে বলেছিল, ‘আমার রাজত্ব আপনার রাজত্বের চাইতে বড়।’ রাজা বলেছিল, ‘কীভাবে?’ সে উত্তর দিয়েছিল, ‘আপনি যার দাস, সে আমার দাস।’ তার কথার অর্থ হল রাজা নিজ প্রবৃত্তির দাস। আর ঐ ব্যক্তির...