সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
Farhad Molla

জিহাদ ও হিজরত হাদিসে বলা হয়েছে, অত্যাচারী শাসকের সামনে হক্ক কথা বলা সর্বোত্তম জিহাদ।

Farhad Molla

Susceptible

Exposer
Q&A Master
Reporter
Salafi User
Threads
141
Comments
218
Solutions
1
Reactions
1,402
Credits
1,274
হাদিসে বলা হয়েছে, "অত্যাচারী শাসকের সামনে হক্ক কথা বলা সর্বোত্তম জিহাদ।' (তিরমিযী, হা/২১৭৪; ইবনু মাজাহ, হা/৪০১১; সনদ: সহিহ) এই হাদিস কি ওই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে, যে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে শাসকের সমালোচনা করে?"

উত্তর:

"না। হাদিসে বলা হয়েছে, অত্যাচারী শাসকের নিকটে। অর্থাৎ, তার নিকটে মুখে মুখে কথা বলা। হাদিসে একথা বলা হয়নি যে, ব্যক্তি (প্রজা বা শাসিত)

খুত্ববাহর মিম্বারে মিম্বারে এবং রাস্তায় রাস্তায় শাসকের সমালোচনা করে বেড়াবে। বরং হাদিসে রসূল (সল্লাল্লহু 'আলাইহি ওয়া সল্লাম) বলেছেন, 'তার (অত্যাচারী শাসকের) নিকটে'।

আল্লহ তা'আলা মুসা আলাইহি ওয়া সাল্লাম ও হারুন আলাইহি ওয়া সাল্লাম কে বলেছেন, "তোমরা দু'জনে ফিরাউনের কাছে যাও।

তারপর তার সাথে কোমলভাবে কথা বলো।' (সূরাহ ত্বহা: ৪৩-৪৪)"

হাদিসু আফদ্বালুল জিহাদি কালিমাতু হাক্বক্বিন 'ইনদা সুলতানিন জা'ইরিন- শীর্ষক ফাতওয়া; গৃহীত: শাইখ ড. সালেহ আল ফাওযান হাফিজাহুল্লাহ এর ওয়েবসাইট

Mahfuh Ibn Al-DelowAr
 
COMMENTS ARE BELOW

Farhad Molla

Susceptible

Exposer
Q&A Master
Reporter
Salafi User
Threads
141
Comments
218
Solutions
1
Reactions
1,402
Credits
1,274
সময় বুঝে পোস্ট করা লাগে, আপনি জালিমদের অন্তর্ভুক্ত হচ্ছেন নাতো এমন সময় এমন পোস্ট দিয়ে? জালেম শাসকের সহযোগী হওয়ার ভয়ানক পরিণাম
ভাই আপনি কি হানাফী নাকি ? কোরআন ও সহিহ হাদিসের কথা বললে আমি জালিমের সহযোগী হয়ে যাব বাহ |

ভাই জালিম যে অত্যাচার করবে তার শাস্তি সে পাবে দুটো সহিহ হাদিস আমি যতটুকু জেনেছি জান্নাত হারাম হয়ে যাবে দ্বিতীয়তো জান্নাতের গন্ধও পাবে না | আমি যদি জালেমের সহযোগী হই তাহলে এই কথাগুলো কেন বললাম ? এই সহি হাদিস গুলো আমার তো উল্লেখ করার কথা নয় |

তাছাড়া যারা শাসকের আনুগত্যের কথা বলছে সালাফিরা তারা কি জালেম শাসকের জান্নাত পাওয়ার কথা বলছে ? জালিম শাসকের প্রশংসা করছে ? আমার তো বলার কথা জালেম যা ইচ্ছা তা করুক সে জান্নাতে যাবে | একটা জিনিসের শেষ পরিণতি দেখে জিনিসটাকে কখনোই বিচার করা সম্ভব নয় |


বিচার করতে হবে কোরআন ও সহি হাদিস দিয়ে | শাসক বিদ্রোহীদের সকল যুক্তির খন্ডন এই পোস্টটিতে যা বলা হয়েছে প্রত্যেকটি সহি হাদিস কি মিথ্যা ? নাউজুবিল্লাহ | ভাই নিজেকে সংশোধন করেন |

যারা শাসকদের বিরুদ্ধে বলছে তাদের উচিত ছিল যারা শাসকদের বিরুদ্ধে বলা ঠিক মনে করে না কিছু কোরআনের আয়াত ও সহীহ হাদিসের কারণে সেগুলোকে সামনে রেখে খন্ডন করা এবং তারা যেটা করছে অর্থাৎ শাসকদের বিরুদ্ধে বলছে সেটা যে সঠিক সেটার পক্ষে কোরআন ও সহীহ হাদিস গুলো উপস্থাপন করা এবং আন্দোলন যে সঠিক তা প্রমাণ করা


এবং এটার কারণে যে হত্যাযোগ্য হচ্ছে দাঙ্গা-হাঙ্গামা হচ্ছে জ্বালাও পোড়াও ভাঙচুর হচ্ছে ছেলে মেয়ের ফ্রি মিক্সিং একত্রে থাকা কথাবার্তা বলা | নিজের ছেলেমেয়েদেরকে নিয়ে যাওয়া স্লোগান দেওয়ানো | এগুলো যে সঠিক সেটার পক্ষে কুরআন ও সহি হাদিসগুলো এনে তাদের বলা উচিত যারা শাসকের বিরুদ্ধে বলছে আলেম হোক অথবা সাধারণ সালাফী হোক |


তাদের ভিডিও দেখে যদি মনে হয় সঠিক তাহলে মেনে নেব | তারা শুধু বিরুদ্ধেই বলছে এর পক্ষে কোরআন ও সহিহ হাদিস গুলো আনছে না বোঝাচ্ছে না | যা দেখে মনে হচ্ছে আবেগ আপ্লুত হয়ে কথাগুলো বলছে | আর যাই বলেন আপনার পক্ষে দলিল নেই আমার পক্ষে দলিল রয়েছে কোরআন ও সহীহ হাদিসের দলিল |
 
Threads
2
Comments
6
Reactions
15
Credits
61
ভাই আপনি কি হানাফী নাকি ? কোরআন ও সহিহ হাদিসের কথা বললে আমি জালিমের সহযোগী হয়ে যাব বাহ |

ভাই জালিম যে অত্যাচার করবে তার শাস্তি সে পাবে দুটো সহিহ হাদিস আমি যতটুকু জেনেছি জান্নাত হারাম হয়ে যাবে দ্বিতীয়তো জান্নাতের গন্ধও পাবে না | আমি যদি জালেমের সহযোগী হই তাহলে এই কথাগুলো কেন বললাম ? এই সহি হাদিস গুলো আমার তো উল্লেখ করার কথা নয় |

তাছাড়া যারা শাসকের আনুগত্যের কথা বলছে সালাফিরা তারা কি জালেম শাসকের জান্নাত পাওয়ার কথা বলছে ? জালিম শাসকের প্রশংসা করছে ? আমার তো বলার কথা জালেম যা ইচ্ছা তা করুক সে জান্নাতে যাবে | একটা জিনিসের শেষ পরিণতি দেখে জিনিসটাকে কখনোই বিচার করা সম্ভব নয় |


বিচার করতে হবে কোরআন ও সহি হাদিস দিয়ে | শাসক বিদ্রোহীদের সকল যুক্তির খন্ডন এই পোস্টটিতে যা বলা হয়েছে প্রত্যেকটি সহি হাদিস কি মিথ্যা ? নাউজুবিল্লাহ | ভাই নিজেকে সংশোধন করেন |

যারা শাসকদের বিরুদ্ধে বলছে তাদের উচিত ছিল যারা শাসকদের বিরুদ্ধে বলা ঠিক মনে করে না কিছু কোরআনের আয়াত ও সহীহ হাদিসের কারণে সেগুলোকে সামনে রেখে খন্ডন করা এবং তারা যেটা করছে অর্থাৎ শাসকদের বিরুদ্ধে বলছে সেটা যে সঠিক সেটার পক্ষে কোরআন ও সহীহ হাদিস গুলো উপস্থাপন করা এবং আন্দোলন যে সঠিক তা প্রমাণ করা


এবং এটার কারণে যে হত্যাযোগ্য হচ্ছে দাঙ্গা-হাঙ্গামা হচ্ছে জ্বালাও পোড়াও ভাঙচুর হচ্ছে ছেলে মেয়ের ফ্রি মিক্সিং একত্রে থাকা কথাবার্তা বলা | নিজের ছেলেমেয়েদেরকে নিয়ে যাওয়া স্লোগান দেওয়ানো | এগুলো যে সঠিক সেটার পক্ষে কুরআন ও সহি হাদিসগুলো এনে তাদের বলা উচিত যারা শাসকের বিরুদ্ধে বলছে আলেম হোক অথবা সাধারণ সালাফী হোক |


তাদের ভিডিও দেখে যদি মনে হয় সঠিক তাহলে মেনে নেব | তারা শুধু বিরুদ্ধেই বলছে এর পক্ষে কোরআন ও সহিহ হাদিস গুলো আনছে না বোঝাচ্ছে না | যা দেখে মনে হচ্ছে আবেগ আপ্লুত হয়ে কথাগুলো বলছে | আর যাই বলেন আপনার পক্ষে দলিল নেই আমার পক্ষে দলিল রয়েছে কোরআন ও সহীহ হাদিসের দলিল |
ভাইয়ের ব্রেইন কি ডেড নাকি? - আমি আবার কখন বললাম এসব কুরআন হাদিসে নেই? আর আপনার চরিত্র তো আওয়ামীলীগের মতো নিজের কথায় ভেটু দিলেই রাজাকার, জামাত শিবির এমন বলে যেমন আপনি আমাকে হানাফি বলে দিলেন।

শুনেন আমি বলেছি সময়ের কথা সময়ে বলা লাগে - শাসকদের বিষয়ে সালাফি মহলের সকল আলেম যেখানে চুপ করে আছে আর আপনি সেখানে শাসকের পক্ষের কথা বলে যাচ্ছেন।

আপনার কথায় মনে হচ্ছে যেহতু শাইখরা চুপ আছে তাঁর মানে, শাইখরা এসব বিষয়ে কুরআন ও হাদিসের কথা জানেনা অথবা শাইখদের হক কথা বলতে কলিজা নাই তাই তারা এসব জেনেও কিছু বলছে না।

আপনি যদি উপরের কোনটাই শাইখদের জন্য প্রযোজ্য না মনে করেন তাহলে আমার কথায় ফেরত আসুন যেমনটি আমি বলেছি, সময়ের কথা সময়ে বলা লাগে আর এই হিকমাই শাইখগণ গ্রহণ করেছেন।
 
Top