অন্তরে কুমন্ত্রণা অনুভব করলে

  • Thread Author

অন্তরে কুমন্ত্রণা অথবা ঈমানে সন্দেহ দেখা দিলে

أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ​


উচ্চারণঃ আ‘উযু বিল্লা-হি মিনাশ্ শাইত্বা-নির রাজীম

অনুবাদঃ বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্‌র কাছে আশ্রয় চাই।

আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলেছেন, “শয়তান তোমাদের কারও কারও কাছে এসে বলে, ‘এটি কে সৃষ্টি করেছে? ওটি কে সৃষ্টি করেছে?' একপর্যায়ে বলে, তোমার রবকে কে সৃষ্টি করেছে?' ওই পর্যায়ে পৌঁছে গেলে, সে যেন বলে - (দুআটি উপরে উল্লেখিত হয়েছে)

রেফারেন্স: বুখারীঃ ৩২৭৬



অন্তরে কুমন্ত্রণা অথবা ঈমানে সন্দেহ দেখা দিলে #২


آمَنْتُ بِاللَّهِ وَرُسُلِهِ​


উচ্চারণঃ আ-মানতু বিল্লা-হি ওয়া রুসূলিহি

অনুবাদঃ আমি আল্লাহ্‌ ও তাঁর রাসূলদের মেনে নিয়েছি।

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলেছেন, “লোকজন পরস্পরকে একের-পর-এক প্রশ্ন করতেই থাকে; একপর্যায়ে এমন কথাও বলা হয়, আল্লাহ্‌ তো সকল সৃষ্টিকে সৃষ্টি করেছেন, তা হলে আল্লাহ্‌কে সৃষ্টি করল কে? যার মনে এ ধরনের কোনও প্রশ্ন সৃষ্টি হয়, সে যেন বলে - (দুআটি উপরে উল্লেখিত হয়েছে)

রেফারেন্স: মুসলিমঃ ১৩৪



অন্তরে কুমন্ত্রণা অথবা ঈমানে সন্দেহ দেখা দিলে #৩


اَللَّهُ أَحَدٌ، اللَّهُ الصَّمَدُ، لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ​


উচ্চারণঃ আল্লা-হু আহাদ। আল্লাহুস্ সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ

অনুবাদঃ আল্লাহ্‌ এক ও অদ্বিতীয়, আল্লাহ্‌ অমুখাপেক্ষী, তিনি (কাউকে) জন্ম দেননি, জন্মও নেননি, তাঁর সমকক্ষ কেউ নেই।

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ্‌র রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি, “কিছুদিন পরেই লোকজন পরস্পরকে একের-পর-এক প্রশ্ন করতে থাকবে; এমনকি তাদের কোনও একজন প্রশ্ন করে বসবে আচ্ছা, আল্লাহ্‌ তো সকল সৃষ্টিকে সৃষ্টি করেছেন, তা হলে আল্লাহ্‌কে সৃষ্টি করল কে? লোকজন এমন কথা বললে, তোমরা বলো - (দুআটি উপরে উল্লেখিত হয়েছে) এরপর সে যেন তার বামদিকে তিনবার থুতু ছিটায়, শয়তান থেকে আল্লাহ্‌র কাছে আশ্রয় চায়।

রেফারেন্স: হাসান। আবু দাউদঃ ৪৭২২



অন্তরে কুমন্ত্রণা অথবা ঈমানে সন্দেহ দেখা দিলে #৪


ঈমান সম্পর্কে মনে কোনরূপ সন্দেহ দেখা দিলে বলবে -

هُوَ الْأوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ​


উচ্চারণঃ হুয়াল আউওয়ালু ওয়াল আ-খিরু ওয়ায্যা-হিরু ওয়াল-বা-ত্বিনু ওয়া হুয়া বিকুল্লি শাই’ইন ‘আলীম

অনুবাদঃ তিনিই প্রথম ও শেষ; প্রকাশ্য (উপরে) ও গোপন (নিকটে) আর তিনি সবকিছু সম্পর্কে সম্যক অবগত। (সূরা আল-হাদীদঃ ৫৭:৩)

আবু যুমাইল (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি ইবনু আব্বাস (রাঃ)-কে বলি, “আমার মনে কী এক আজব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে!” তিনি বলেন, “কী সেটি?” আমি বলি, “শপথ আল্লাহ্‌র! আমি এটি মুখে বলতে পারব না!” তিনি আমাকে বলেন, “সেটি কি কোনও ধরনের সন্দেহ?” এরপর তিনি হেঁসে বলেন, এ আয়াত নাযিল হওয়ার আগ পর্যন্ত, তা থেকে কেউ নিরাপদ ছিল না- (৯৪) সুতরাং আমি তোমার নিকট যা নাযিল করেছি, তা নিয়ে তুমি যদি সন্দেহে থাক, তাহলে যারা তোমার পূর্ব থেকেই কিতাব পাঠ করছে তাদেরকে জিজ্ঞাসা করো। অবশ্যই তোমার নিকট তোমার রবের পক্ষ থেকে সত্য এসেছে। সুতরাং তুমি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হয়ো না। (৯৫) আর তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ো না, যারা আল্লাহ্‌র আয়াতসমূহ অস্বীকার করেছে। তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।” (সূরা ইউনুসঃ ১০:৯৪-৯৫)

রেফারেন্স: হাসান। আবু দাউদঃ ৫১১০


 
দুআ ও রুকইয়াহ। কৃতজ্ঞতায়: IRD

Book Chapters

Overview
  • Views: 255
দুআর গুরুত্ব
  • Views: 319
আল্লাহ্‌র কাছে যে জিনিসটি চাওয়া সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ
  • Views: 222
জান্নাত লাভ ও জাহান্নাম থেকে রেহাই
  • Views: 205
দ্বীনের উপর অটল থাকার দুআ
  • Views: 227
সকল কাজে উত্তম পরিণতির দুআ
  • Views: 136
নিয়ামাত বা অনুগ্রহের প্রার্থনা
  • Views: 172
বিভীষিকা, দুর্দশা, মন্দ পরিণতি ও শত্রুর উল্লাস থেকে আশ্রয়
  • Views: 109
যিকিরের ফযীলত
  • Views: 494
দুআ কবুলের সময় ও স্থান সমূহ
  • Views: 966
যাদের দুআ কবুল হয়
  • Views: 606
কখন কি বলা সুন্নাহ
  • Views: 751
সকাল-সন্ধ্যার জিকির ও ফযীলত
  • Views: 560
কর্মব্যস্ত অবস্থার জিকির
  • Views: 337
হাদিসে বর্ণিত কিছু দুআ সমূহ
  • Views: 308
রাব্বানা দিয়ে দুআ সমূহ
  • Views: 135
ঘুমানোর আগে ও পরের দুআ সমূহ
  • Views: 366
কাপড় পরিধান সম্পর্কিত দোয়া সমূহ
  • Views: 274
ঘর-বাড়ি সম্পর্কিত দুআ
  • Views: 191
আযান ও ইকামত সম্পর্কিত দুআ
  • Views: 240
ওযূ সম্পর্কিত দুআ
  • Views: 186
মসজিদ সম্পর্কিত দুআ
  • Views: 258
সালাত সম্পর্কিত দুআ
  • Views: 1K
বিতর ও অন্যান্য সালাত সম্পর্কিত দুআ
  • Views: 303
অসুস্থ ব্যক্তির জন্য দুআ সমূহ
  • Views: 868
জ্বিন, জাদু ও রোগের চিকিৎসায় যা করণীয়
  • Views: 175
ইসমু আযম, আল্লাহ্‌র নামের ওসীলার দুআ সমূহ
  • Views: 220
তাওবা-ইসতিগফার সম্পর্কিত দুআ সমূহ
  • Views: 568
যেসকল ইস্তেগফার কুরআনে বর্ণিত হয়েছে
  • Views: 306
তাওবার ব্যপারে কুরআন ও হাদীসের বাণী
  • Views: 202
শয়তান ও তার কুমন্ত্রণা তাড়ানোর দুআ সমূহ
  • Views: 279
সন্তানের নিরাপত্তা সম্পর্কিত দুআ সমূহ
  • Views: 181
অনিষ্ট সম্পর্কিত অন্যান্য দুআ সমূহ
  • Views: 248
অন্তরে কুমন্ত্রণা অনুভব করলে
  • Views: 114
ক্ববরের আযাব ও দাজ্জাল থেকে আশ্রয় চাওয়া
  • Views: 190
রাগান্বিত অবস্থায় দুআ সমূহ
  • Views: 127
মৃতের জন্য করনীয় সম্পর্কিত দুআ সমূহ
  • Views: 262
জানাযার দুআ সমূহ
  • Views: 324
খাবার ও পানীয় গ্রহণের শিষ্টাচার ও দুআ সমূহ
  • Views: 304
Back
Top