হিম্মত ও মনোবল ছোট করব না

Joined
Aug 20, 2024
Threads
8
Comments
8
Reactions
116
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন,

لا تصغرنّ همتك فإني لم أر أقعد بالرجل من سقوط همته

“তোমরা তোমাদের হিম্মত ও মনোবল ছোট করবে না, কারণ আমি কোনো ব্যক্তির হিম্মত ও মনোবল হারানোর চেয়ে অন্য কোনো বিষয়কে অধিক অক্ষমতা মনে করি না।”

📖 কিতাবুল মুহাদারাতিল উদাবা ওয়া মাহাওয়ারাতিল শুআরা' ওয়াল-বালাগাহ্ ; রাগিব আল-আসফাহানী (মৃত্যু ৫০২ হি:), ১/৫২১
 
Back
Top