- Joined
- Jun 7, 2024
- Threads
- 1
- Comments
- 2
- Reactions
- 4
- Thread Author
- #1
এক হিন্দুর সেলুনে চুল কাটতে যাই তখন উপরে একটা হিন্দুদের প্রতিমার ছবি থাকে আমার মন থেকে এমনি বলে ওঠে তারা এদের ইবাদত না করে আল্লাহর ইবাদত কেন করে না তখন আমার মনে হয় সেখান থেকে সমস্যাটা শুরু হয়,,, মূলত আমার বদনজর লেগেছে,, এর ফলে,, বুকের ভেতর থেকে ভয় পাওয়া, কোন কিছু ভালো না লাগা, রাতে ভয়ংকর স্বপ্ন দেখা ইত্যাদি সমস্যা হচ্ছে,, সকাল সন্ধ্যা তিন কুল কিছু মাসনুন আমল করলে সমস্যা কমে আসে আর বদ নজরে রুকাইয়া করছে কিছুদিন কিন্তু সমস্যাগুলো কমে থাকে কিন্তু একেবারে শেষ হয় না কখনোই এখন এর প্রতিকার কি কি করলে এখান থেকে ভালোভাবে পরিত্রান পাওয়া যাবে