• আবু হুরায়রা (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা:)-এর নিকট দিয়ে একটি জানাযা অতিক্রান্ত হলো এবং ছাহাবীগণ তার ব্যাপারে প্রশংসা করলেন। তিনি বললেন, 'ওয়াজিব হয়ে গেল'। অতঃপর আরেকটি জানাযা অতিক্রান্ত হলো, ছাহাবীগণ তার ব্যাপারে মন্দ কথা বর্ণনা করলেন। অতঃপর তিনি বললেন, 'ওয়াজিব হয়ে গেল। নিশ্চয়ই...