সবচেয়ে জ্ঞানী ব্যক্তি সেই

Joined
Sep 5, 2023
Threads
19
Comments
29
Reactions
341
ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ বলেন, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি সেই -

১. যে দুনিয়াকে পরিত্যাগ করে দুনিয়া তাকে পরিত্যাগ করার পূর্বেই।
২. কবরকে আলোকিত করে কবরে বসবাস করার পূর্বেই।
৩. নিজের রব কে সন্তুষ্ট করে রবের সাক্ষাত করার পূর্বেই।
৪. জামাতে সালাত আদায় করে তার ওপর জামাতের সালাত (অর্থাৎ জানাজার সালাত) পঠিত হওয়ার পূর্বেই।
৫. নিজের হিসাব নিজেই গ্রহণ করে হিসাব দিবসে তার নিজের হিসাব গ্রহণ করার পূর্বেই।

- ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ
 
Back
Top