উত্তর : হিশাম ইবনু আমের (রাদি.) হতে বর্ণিত, তিনি বলেন ‘নবী করীম (স.) ওহুদের যুদ্ধের দিন বলেছিলেন, তোমরা কবর খনন কর। তোমরা কবরকে প্রশস্ত, গভীর এবং সুন্দর কর' (তিরমিজি, হা. ১৭১৩; আবু দাউদ, হা. ৩২১৫)। গভীরতার পরিমাণ সম্পর্কে ওমর ইবনুল খাত্তাব (রাদি.) হতে মুছান্নাফ ইবনু আবী শায়বাহ্ততে একটি...