হাদীসে পানি বিক্রি করতে নিষেধ করা হয়েছে। এখন যে-কোনো পানি বিক্রি করাই কি হারাম?
⇨ইয়াস ইবন আবদুল্লাহ মুযানী (রা.) থেকে বর্ণিত,
نَهَى رَسُولُ اللهِ -صلى الله عليه وسلم -
عَنْ بَيْعِ الْمَاءِ
রাসূলুল্লাহ (সা.) পানি বিক্রি করতে নিষেধ করেছেন। (তিরমিযি, ১২৭১)
যেসব পানি মালিকানা ছাড়াই ছড়িয়ে ছিটিয়ে আছে, যেমন-সমুদ্র ও নদী-নালার পানি, সেসব পানি বিক্রি করা হারাম। আর যেসব পানি কেউ মেশিনের মাধ্যমে ভূগর্ভ থেকে তুলে, কিংবা কূপ খনন করে অথবা মৃত জমিনকে অনেক কষ্ট-সাধনা করে জীবিত করে, সেসব পানি বিক্রি করা হারাম নয়।
সহীহ মাওয়ারিদুয যামাআন, ১/৪৫৮
⇨ইয়াস ইবন আবদুল্লাহ মুযানী (রা.) থেকে বর্ণিত,
نَهَى رَسُولُ اللهِ -صلى الله عليه وسلم -
عَنْ بَيْعِ الْمَاءِ
রাসূলুল্লাহ (সা.) পানি বিক্রি করতে নিষেধ করেছেন। (তিরমিযি, ১২৭১)
যেসব পানি মালিকানা ছাড়াই ছড়িয়ে ছিটিয়ে আছে, যেমন-সমুদ্র ও নদী-নালার পানি, সেসব পানি বিক্রি করা হারাম। আর যেসব পানি কেউ মেশিনের মাধ্যমে ভূগর্ভ থেকে তুলে, কিংবা কূপ খনন করে অথবা মৃত জমিনকে অনেক কষ্ট-সাধনা করে জীবিত করে, সেসব পানি বিক্রি করা হারাম নয়।
সহীহ মাওয়ারিদুয যামাআন, ১/৪৫৮
ফোরামে প্রোফাইল পোস্টে রিচ কম।
আপনি চাইলে পোস্টগুলো ফোরামের উপযুক্ত ক্যাটাগরিতে করতে পারেন রিচ বেশী হবে ইনশাআল্লাহ।
কীভাবে বিভিন্ন ক্যাটাগরিতে পোস্ট করবেন? এখানের এই ভিডিয়োটি দেখুন : কীভাবে কি করবেন?
জাযাকাল্লাহু খাইরান।