দাড়ি লম্বা করা এবং মোচ খাটো করাঃ
দাড়ি লম্বা করা ওয়াজিব এবং তা মুণ্ডন করা হারাম। কেননা এটি হলো আল্ল-হ সুবহানাহু ওয়াতাআ'লার সৃষ্টির পরিবর্তন করা। আর সেটি শয়তানের কাজ। আল্ল-হ সুবহানাহু ওয়াতাআ'লা শায়ত্বন সম্পর্কে সূরা আন নিসাতে বলেন যে, সে বলেছিল,
وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ
আর অবশ্যই তাদের নির্দেশ দেব, ফলে তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবে (সূরা আন নিসা: ১১৯)।
আর দাড়ি মুণ্ডন করাতে মহিলাদের সাদৃশ্য হয়। অথচ ইবনু আব্বাস (رضي الله عنه) হতে বর্ণিত। তিনি বলেন,
لَعَنَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ، وَالْمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ
নবী (ﷺ) ঐ সব পুরুষকে লা'নত করেছেন যারা নারীর বেশ ধরে এবং ঐসব নারীকে যারা পুরুষের বেশ ধরে। এই হাদীসটি সহীহ।
আর নাবী (ﷺ) দাড়ি লম্বা করার আদেশ করেছেন। আর নাবী (ﷺ)এর আদেশ ওয়াজিব হওয়াকে বুঝায়, যেমনটি সুপরিচিত।
আবু হুরায়রা (رضي الله عنه) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্ল-হ (ﷺ) বলেছেনঃ
جُرُّوا الشَّوَارِبَ، وَأَرْخُوا اللَّحَى، خَالِفُوا الْمَجُوسَ
তোমরা মোচ কেটে ফেলে এবং দাড়ি লম্বা করে অগ্নি পূজকদের বিরুদ্ধাচরণ করো। এই হাদীসটি সহীহ।
ইবনু উমার (رضي الله عنه) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্ল-হ (ﷺ) বলেছেনঃ
خَالِفُوا الْمُشْرِكِينَ، أَحْفُوا الشَّوَارِبَ، وَأَوْفُوا اللَّحَى
তোমরা মুশরিকদের বিরোধিতা করবে, দাড়ি লম্বা রাখবে, গোঁফ ছোট করবে। এই হাদীসটি সহীহ।
যায়িদ ইবনু আরকাম (رضي الله عنه) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্ল-হ (ﷺ) বলেছেনঃ
مَنْ لَمْ يَأْخُذْ شَارِبَهُ فَلَيْسَ مِنَّا
যে ব্যক্তি গোঁফ খাটো করে না, সে আমাদের দলভুক্ত নয়। এই হাদীসটি সহীহ।
মুখতাসার ফিকহুস সুন্নাহ, ১ম খন্ড,পৃ নং ১৪০-১৪২