- Author
- ডক্টর হানান লাশিন
- Translator
- আবদুল্লাহ মজুমদার
- Editor
- উস্তায আবুল হাসানাত কাসেমী, উস্তায আব্দুল্লাহ মাহমুদ
- Publisher
- সমকালীন প্রকাশন
- Language
- বাংলা
- Number Pages
- 128
- ISBN
- 9789849484431
পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে আমাদের পাড়ি দিতে হয় কণ্টকাকীর্ণ পথ। ছেড়ে আসতে হয় সকল পিছুটান। ইসলামের সুমহান আদর্শে নিজেকে সাজাতে গেলে অনেক প্রিয় মানুষ, প্রিয় বন্ধু, প্রিয় সুহৃদ আমাদের থেকে দূরে চলে যায়। চারপাশটা আমাদের জন্য হয়ে যায় একটা বৈরী পরিবেশ। তবুও অনন্ত সুখের আশায়, মহান রবের সন্তুষ্টি কামনায়, প্রিয় রাসুলের পদাঙ্কিত পথে হাঁটার মানসে আমরা বদলে যাই। ছেড়ে আসি প্রিয় মানুষ, প্রিয়জন, প্রিয় সময়।
যখন মক্কা নগরীতে একজন মহামানবের আবির্ভাব হলো, যখন আসমান থেকে তার ওপর নেমে এলো এক ঐশী আলোক রেখা, তখন দলে দলে মানুষ সেই মহামানবের ডাকে সমবেত হতে শুরু করল। একটি অত্যুজ্জ্বল আলোর পানে ছুটে আসতে লাগল তৃষিত সব প্রাণ। সেই তৃয়ার্ত, ক্ষুধিত প্রাণের মানুষগুলোর মাঝে, বিশাল একটি সংখ্যা ছিল নারীদের। নারী সাহাবিদের। রাযিয়াল্লাহু আনহুন্না। নবিজি যখন এক চরম, পরম ও মহাসত্যের দিকে মানুষকে আহ্বান করলেন, তখন অনেকের মতো চারদিক থেকে তৃষিত হৃদয়ে ছুটে এলো নারীদের দলও। তারাও বরণ করে নিল সত্যের পেয়ালা। যে অমৃত নবিজি ধারণ করে এনেছেন হেরা পর্বত থেকে, সেই অমৃত পান করতে উদগ্রীব হয়ে পড়লেন তারাও।
কিন্তু, সত্যের এই মিছিলে যোগদান তাদের জন্য সহজ ছিল না মোটেও। নবিজির ডাকে সাড়া দিতে গিয়ে তারা হয়েছেন ঘরহারা। হারিয়েছেন প্রিয় মানুষ, প্রিয় মুখ। সত্যকে নিজেদের জীবনে ধারণ করতে গিয়ে তারা হিজরত করেছেন। ছেড়ে এসেছেন প্রিয় জন্মভূমি। এমনকি হাসিমুখে মৃত্যুর মিছিলেও তারা অংশ নিয়েছেন। তবু যে অমৃত তারা পান করেছেন, যে রঙে রাঙিয়েছেন জীবন, যে সুরে আবগাহন করেছেন তনুমন, সেই অমৃত, সেই রং, সেই সুর থেকে তারা একচুল পরিমাণও বিচ্যুত হননি। এতটাই দৃঢ় আর অবিচল ছিল তাদের ঈমান।
ঐশী আলোর ঝলকানিতে সত্যের পেয়ালা পান করে জীবনকে আলোকময় করেছেন যে রমনীগন, যে সুর আর লহরির মাঝে তারা হারিয়ে গেছেন, সত্যের পথে হাঁটতে তারা যে ত্যাগ-তিতিক্ষা, যে বিসর্জন দিয়েছেন, তা-ই উপজীব্য হয়ে উঠে এসেছে আমাদের জীবন যদি হতো নারী সাহাবির মতো বইতে। সত্য আর সুন্দরের জন্য তাদের কুরবানি, তাদের আত্মত্যাগের গল্পগুলো থেকে আমরা খুঁজে নেব আমাদের জীবনের রসদ। রাঙিয়ে নেব আমাদের জীবন-অধ্যায়। শুধরে নেব ভুল। জাগিয়ে তুলব বিস্মৃত অন্তর।
বইটির লেখক ড. হানান লাশিন। অনুবাদ করেছেন প্রিয় ভাই আবদুল্লাহ মজুমদার। আল্লাহর কাছে করজোড়ে প্রার্থনা-তাদের উভয়কেই তিনি দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন এবং এই বইটিকে মানুষের জন্য বদলে যাওয়ার নিয়ামক হিসেবে কবুল করুন। আমিন।
- প্রকাশক
যখন মক্কা নগরীতে একজন মহামানবের আবির্ভাব হলো, যখন আসমান থেকে তার ওপর নেমে এলো এক ঐশী আলোক রেখা, তখন দলে দলে মানুষ সেই মহামানবের ডাকে সমবেত হতে শুরু করল। একটি অত্যুজ্জ্বল আলোর পানে ছুটে আসতে লাগল তৃষিত সব প্রাণ। সেই তৃয়ার্ত, ক্ষুধিত প্রাণের মানুষগুলোর মাঝে, বিশাল একটি সংখ্যা ছিল নারীদের। নারী সাহাবিদের। রাযিয়াল্লাহু আনহুন্না। নবিজি যখন এক চরম, পরম ও মহাসত্যের দিকে মানুষকে আহ্বান করলেন, তখন অনেকের মতো চারদিক থেকে তৃষিত হৃদয়ে ছুটে এলো নারীদের দলও। তারাও বরণ করে নিল সত্যের পেয়ালা। যে অমৃত নবিজি ধারণ করে এনেছেন হেরা পর্বত থেকে, সেই অমৃত পান করতে উদগ্রীব হয়ে পড়লেন তারাও।
কিন্তু, সত্যের এই মিছিলে যোগদান তাদের জন্য সহজ ছিল না মোটেও। নবিজির ডাকে সাড়া দিতে গিয়ে তারা হয়েছেন ঘরহারা। হারিয়েছেন প্রিয় মানুষ, প্রিয় মুখ। সত্যকে নিজেদের জীবনে ধারণ করতে গিয়ে তারা হিজরত করেছেন। ছেড়ে এসেছেন প্রিয় জন্মভূমি। এমনকি হাসিমুখে মৃত্যুর মিছিলেও তারা অংশ নিয়েছেন। তবু যে অমৃত তারা পান করেছেন, যে রঙে রাঙিয়েছেন জীবন, যে সুরে আবগাহন করেছেন তনুমন, সেই অমৃত, সেই রং, সেই সুর থেকে তারা একচুল পরিমাণও বিচ্যুত হননি। এতটাই দৃঢ় আর অবিচল ছিল তাদের ঈমান।
ঐশী আলোর ঝলকানিতে সত্যের পেয়ালা পান করে জীবনকে আলোকময় করেছেন যে রমনীগন, যে সুর আর লহরির মাঝে তারা হারিয়ে গেছেন, সত্যের পথে হাঁটতে তারা যে ত্যাগ-তিতিক্ষা, যে বিসর্জন দিয়েছেন, তা-ই উপজীব্য হয়ে উঠে এসেছে আমাদের জীবন যদি হতো নারী সাহাবির মতো বইতে। সত্য আর সুন্দরের জন্য তাদের কুরবানি, তাদের আত্মত্যাগের গল্পগুলো থেকে আমরা খুঁজে নেব আমাদের জীবনের রসদ। রাঙিয়ে নেব আমাদের জীবন-অধ্যায়। শুধরে নেব ভুল। জাগিয়ে তুলব বিস্মৃত অন্তর।
বইটির লেখক ড. হানান লাশিন। অনুবাদ করেছেন প্রিয় ভাই আবদুল্লাহ মজুমদার। আল্লাহর কাছে করজোড়ে প্রার্থনা-তাদের উভয়কেই তিনি দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন এবং এই বইটিকে মানুষের জন্য বদলে যাওয়ার নিয়ামক হিসেবে কবুল করুন। আমিন।
- প্রকাশক
- Purchase Link
- Click Here to BUY NOW!
বইটি ক্রয় করে লেখক ও প্রকাশককে নতুন বই প্রকাশে উদ্বুদ্ধ করুন।