শিরকে আকবার ও শিরকে আসগারের মধ্যে পার্থক্য
শিরকে আকবার ও শিরকে আসগারের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে।
(১) শিরকে আকবারের কারণে ইসলাম থেকে বের হয়ে যায়, কিন্তু শিরকে আসগারের কারণে ইসলাম থেকে বের হয় না, তবে কবীরা গুনাহ হবে, যা শিরকে আকবারের কারণ হতে পারে।
(২) শিরকে আকবার সমস্ত আমল নষ্ট করে দেয়। আর শিরকে আসগারের মধ্যে যে আমলে রিয়া বা 'লোক দেখানোর উদ্দেশ্য' থাকে তা নষ্ট হয়ে যায়, রিয়ামুক্ত আমল নষ্ট হয় না।
(الْفَرْقُ بَيْنَ الشِّرْكِ الْأَكْبَرِ وَ الشِّرْكِ الْأَصْغَرِ)
শিরকে আকবার ও শিরকে আসগারের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে।
(১) শিরকে আকবারের কারণে ইসলাম থেকে বের হয়ে যায়, কিন্তু শিরকে আসগারের কারণে ইসলাম থেকে বের হয় না, তবে কবীরা গুনাহ হবে, যা শিরকে আকবারের কারণ হতে পারে।
(২) শিরকে আকবার সমস্ত আমল নষ্ট করে দেয়। আর শিরকে আসগারের মধ্যে যে আমলে রিয়া বা 'লোক দেখানোর উদ্দেশ্য' থাকে তা নষ্ট হয়ে যায়, রিয়ামুক্ত আমল নষ্ট হয় না।