পোশাক, সাজসজ্জা ও ছবি মেহেদী প্রদর্শন করা তাবাররুজের অন্তর্ভুক্ত।

Joined
Aug 6, 2024
Threads
82
Comments
92
Solutions
1
Reactions
1,119
শায়খ ইবনে উসাইমীন (রহঃ) বলেন:
"আমাদের অবশ্যই জানতে হবে যে, মেহেদী হলো এক প্রকারের সৌন্দর্যসজ্জা, যা কোনো নারীর জন্য আল্লাহ্‌ যাদের সামনে তার সৌন্দর্য প্রকাশ করার অনুমতি দিয়েছেন তাদের ছাড়া অন্য কারো কাছে প্রকাশ করা জায়েয নয়। এর অর্থ হলো, সে যেন কোনো গাইরে-মাহরাম পুরুষের কাছে তা প্রকাশ না করে। সুতরাং, যদি সে কোনো প্রয়োজনে বাজারে যেতে চায়, তাহলে তার পায়ে মোজা পরিধান করা আবশ্যক যদি সে তার পায়ে মেহেদী লাগিয়ে থাকে। একইভাবে, হাতের ক্ষেত্রেও তা ঢাকা জরুরি। অথচ নারীদের জন্য তাদের হাত ঢাকা সাধারণভাবেও বিধিবদ্ধ, যদি তাদের আশেপাশে গাইরে-মাহরাম পুরুষ থাকে, চাই সে হাতে মেহেদী লাগাক বা না লাগাক।"

[ফাতাওয়া নূর আলা আদ-দারব (৭/২)]
 
Similar threads Most view View more
Back
Top