- Joined
- Jan 3, 2023
- Threads
- 658
- Comments
- 802
- Reactions
- 7,035
- Thread Author
- #1
মুসাফিরের জন্য জুম‘আর ছালাত আদায় করা জরুরী নয়। ওমর (রাদিয়াল্লাহু আনহু) এক ব্যক্তিকে বলতে শুনলেন যে, যদি জুম‘আর দিন না হতো তাহলে সফরের জন্য বের হতাম। তখন ওমর (রাদিআল্লাহু আনহু) বলেন, ‘তুমি সফরের জন্য বের হও। কেননা জুম‘আ তোমাকে সফর থেকে বিরত রাখতে পারে না।[১] সাহাবী আবু ওবায়দা (রাদিআল্লাহু আনহু) জুম‘আর দিন জুম‘আর ছালাতের অপেক্ষা না করেই সফরে বের হয়ে যান।[২] অন্যত্র রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘মুসাফিরের জন্য জুম‘আ ওয়াজিব নয়’।[৩]
[১] ফিকহুস সুন্নাহ ১/২১৭
[২] ফিকহুস সুন্নাহ ১/২১৭
[৩] তাবরানী, আল-আওসাত্ব হা/৮২২; রিয়াযুছ ছালেহীন হা/৪৭১; ছহীহুল জামে‘ হা/৫৪০৫
[১] ফিকহুস সুন্নাহ ১/২১৭
[২] ফিকহুস সুন্নাহ ১/২১৭
[৩] তাবরানী, আল-আওসাত্ব হা/৮২২; রিয়াযুছ ছালেহীন হা/৪৭১; ছহীহুল জামে‘ হা/৫৪০৫