- Joined
- Jan 3, 2023
- Threads
- 653
- Comments
- 796
- Reactions
- 6,953
- Thread Author
- #1
উত্তর : নারীর কণ্ঠস্বর সতর নয়, এটি তাদের খিলাফ (ব্যতিক্রম), আহলুল ‘ইলমের মধ্যে যারা বলেন, এটি সতর। যা সঠিক তা হল: নারীর কণ্ঠস্বর সতর নয়। নারী সাহাবীগণ আল্লাহর রসূলের (ﷺ) নিকট আসতেন এবং তাঁকে বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে জিজ্ঞাসা করতন, এমনকি সেখানে পুরুষ সাহাবীগণ উপস্থিত থাকতেন। অথচ তিনি (ﷺ) তাঁদের এর থেকে নিষেধ করতেন না। যদি নারীর কণ্ঠস্বরকে সতর গণ্য করা হত, তবে নবী (ﷺ) তাঁদের পুরুষ সাহাবীগণের সামনে কথা বলতে নিষেধ করতেন।
– সৌদি স্থায়ী ফতোয়া কমিটি ও সর্বোচ্চ উলামা পরিষদের সাবেক সদস্য ইমাম ইবনু উসাইমীন রাহিমাহুল্লাহ, তাফসীরু সূরাতিল আহযাব পৃ. ২২২
– সৌদি স্থায়ী ফতোয়া কমিটি ও সর্বোচ্চ উলামা পরিষদের সাবেক সদস্য ইমাম ইবনু উসাইমীন রাহিমাহুল্লাহ, তাফসীরু সূরাতিল আহযাব পৃ. ২২২