Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,141
- Comments
- 1,333
- Solutions
- 1
- Reactions
- 12,660
- Thread Author
- #1
আব্দুল ওয়াহহাব হালাবি বলেন, আমি আর (ইমাম) সুফিয়ান আস-সাওরি একবার বাইতুল্লাহ তাওয়াফ করছিলাম। তাওয়াফ করতে করতে আমি তার কাছে জানতে চাইলাম, ‘এক ব্যক্তি আবু বকর ও উমার রাযিয়াল্লাহু আনহুমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু সে আলি রাযিয়াল্লাহু আনহুর প্রতি আলাদা একটা টান ও ভালোবাসা অনুভব করে, তার ব্যাপারে হুকুম কী?'
উত্তরে তিনি বলেন, ‘এই লোক অসুস্থ। জরুরি ভিত্তিতে তার চিকিৎসা করা দরকার।’
– হিলইয়াতুল আউলিয়া, খন্ড : ৭
উত্তরে তিনি বলেন, ‘এই লোক অসুস্থ। জরুরি ভিত্তিতে তার চিকিৎসা করা দরকার।’
– হিলইয়াতুল আউলিয়া, খন্ড : ৭