আনাস (রাদিআল্লাহু আনহু) বলেন –
আবু তালহার এক ছেলে অসুস্থ ছিল। ছেলেটা যখন মারা যায়, তখন তিনি ঘরে ছিলেন না। তার স্ত্রী ছেলেটিকে সাজিয়ে একটা কাপড়ে মুড়িয়ে ঘরের এককোণে শুইয়ে রাখলেন। আবু তালহা এসে বললেন, “ছেলের কী খবর?”
স্ত্রী বললেন, “সে এখন পূর্বের চেয়েও শান্ত। আমার মনে হয় সে পরিপূর্ণ...