অনেকের নির্বুদ্ধিতা এতোটাই চরমে উঠেছে যে, তার চিকিৎসা করা সম্ভব নয়।

Yiakub Abul Kalam

Altruistic

Uploader
Exposer
Salafi User
Joined
Dec 7, 2022
Threads
151
Comments
158
Reactions
1,403
শায়খ আলী আর-রমলী হাফিযাহুল্লাহ বলেনঃ

অনেকের নির্বুদ্ধিতা এতোটাই চরমে উঠেছে যে, তার চিকিৎসা করা সম্ভব নয়।

আমরা তাকে আকীদা বিশুদ্ধ করার কথা বলি, তার দ্বীন ঠিক রাখার জন্য; যাতে করে সে তার রবের কাছাকাছি হতে পারে, আল্লাহ যেন তার উপর রাগান্বিত না হন, সর্বোপরি সে যেন ইসলামের উপরই মৃত্যু বরণ করতে পারে সেজন্য।

অথচ ঐ লোকটাই আমাদেরকে হরেক রকমের মিথ্যা তোহমত দেয়। কারণ, তার মূল উদ্দেশ্য হলো: আপনি তার মতের সাথে মিশে যাবেন। সে কিন্তু কোন দ্বীনের উপর মৃত্যু বরণ করবে- এই চিন্তা করে না!!

আজীব ব্যাপার!!!

[শায়খের ফেসবুক পেজ থেকে]
 
Back
Top