প্রশ্ন জামাতের সাথে সলাতে রাকাত ছেড়ে যাওয়া

Joined
Feb 23, 2024
Threads
62
Comments
84
Reactions
783
আসসালামু আলাইকুম,

৪/৩ রাকাত বিশিষ্ট ফরজ সলাত ইমামের সাথে পড়তে গিয়ে, যদি তিন রাকাত ছেড়ে যায়, তাহলে সালাম ফিরানোর পর বাকি তিন রাকাত পুরা করার সময় সুরা ফাতিহার পরে সূরা মিলাতে হবে কি? এবং বাকি তিন রাকাত সলাত আমি একা কিভাবে সম্পন্ন করব? এবং ১/২ রাকাত ছেড়ে গেলে সালাম ফিরানোর পরে আমি একা কিভাবে সম্পন্ন করব বাকি সলাত? অনুগ্রহ করে বিস্তারিত জানাবেন।​
 
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ

আপনি এক রাকাত সালাত আদায় করলে যেভাবে আদায় করতেন ঠিক সেভাবেই বাকি নামাজগুলো আদায় করবেন। আপনার তিন রাকাত বাকি রয়েছে, এক রাকাত শেষ হয়েছে। সেভাবে আপনি সালাত আদায় করবেন।

আপনি সালাত প্রথম রাকাত থেকে শুরু করবেন। যেমন আপনি শুধু চতুর্থ রাকাত জামাতের সঙ্গে পড়তে পারলে ইমাম সাহেব সালাম ফেরানোর পর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রাকাত পড়ে শেষ করবেন। চতুর্থ রাকাত জামাতের সঙ্গে পাওয়ায় ওই রাকাত পুনরায় পড়ার দরকার নেই।

এই ভিডিয়োটি দেখে নিতে পারেন -

 
Similar threads Most view View more
Back
Top