- Joined
- May 18, 2023
- Threads
- 1
- Comments
- 1
- Reactions
- 9
- Thread Author
- #1
আস-সালামু-আলাইকুম।
অনলাইনে জমির খাজনা দিতে গিয়ে 'বকেয়া দাবির সুদ' নামে একটা টাকার অ্যামাউন্ট চোখে পড়ল (ছবিতে)। এখন খাজনার টাকা পরিশোধ করতে গেলে তো এই টাকাও দেয়া লাগছে। সরকারিভাবে এটা সেট করা হয়েছে, নিজেদের চুক্তিতে যাওয়ার কোন অপশন ছিল না। আর হাদীসে এসেছে, ‘রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুদদাতা, গ্রহীতা এবং এর লেখক ও সাক্ষীদ্বয়কে অভিশাপ দিয়েছেন।’ এ অবস্থায় আমরা কি করতে পারি?
বিশেষ দ্রষ্টব্যঃ খাজনা ইচ্ছাকৃতভাবে বকেয়া রাখা হয়নি। কোম্পানির কাছে থেকে জমি ক্রয়ের প্রক্রিয়াটি অনেক লম্বা হওয়ায়, কাগজপত্র তৈরি হতে গিয়ে খাজনা জমে গেছে।
অনলাইনে জমির খাজনা দিতে গিয়ে 'বকেয়া দাবির সুদ' নামে একটা টাকার অ্যামাউন্ট চোখে পড়ল (ছবিতে)। এখন খাজনার টাকা পরিশোধ করতে গেলে তো এই টাকাও দেয়া লাগছে। সরকারিভাবে এটা সেট করা হয়েছে, নিজেদের চুক্তিতে যাওয়ার কোন অপশন ছিল না। আর হাদীসে এসেছে, ‘রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুদদাতা, গ্রহীতা এবং এর লেখক ও সাক্ষীদ্বয়কে অভিশাপ দিয়েছেন।’ এ অবস্থায় আমরা কি করতে পারি?
বিশেষ দ্রষ্টব্যঃ খাজনা ইচ্ছাকৃতভাবে বকেয়া রাখা হয়নি। কোম্পানির কাছে থেকে জমি ক্রয়ের প্রক্রিয়াটি অনেক লম্বা হওয়ায়, কাগজপত্র তৈরি হতে গিয়ে খাজনা জমে গেছে।