সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

Profile Summary

Threads কী?

  • Threads হচ্ছে পোষ্ট, সালাফি ফোরামের যেকোনো ক্যাটাগরিতে পোষ্ট করলে সেটা Thread হিসেবে গণ্য হবে।

Comments / Message কী? 

  • Comments হচ্ছে কোনো thread এর রিপ্লাই, মানে আপনি যদি কারও পোষ্টের রিপ্লাই দেন তবে সেটাকে Comments বা অনেকসময় Message বলে।

Solutions কী?

  • Solutions হচ্ছে সমাধান। আপনার কোনো কমেন্ট যদি সঠিক হয় তবে সেটাকে প্রশ্নকর্তা Solution হিসেবে যদি মার্ক করে তবে সেটাকে Solution হিসেবে বিবেচনা করে আপনার প্রোফাইলে যোগ করে দেওয়া হবে।

Resources কী?

  • Resources হচ্ছে আমাদের ফোরাম থেকে ডাউনলোড করা যায় এমন ফাইলসমূহ যেমন PDF, Zip ইত্যাদি। যদিও আমরা এখন কেবল মাত্র বইয়ের পিডিএফ যুক্ত করে থাকি তবে ভবিষ্যতে অন্যকিছুও যুক্ত হতে পরে। 

Reactions কী?

  • Reactions হচ্ছে আপনার কোনো  পোষ্টে বা কমেন্টে লাইক বা ডিসলাইক। কেউ যদি আপনার পোষ্টে / কমেন্টে লাইক দেয় তবে আপনার Reactions স্কোর বাড়বে আর যদি ডিসলাইক দেয় তবে আপনার Reactions স্কোর কমে যাবে।

Point / Trophy কী?

  • Point  হচ্ছে আপনার একটিভিটির রিওয়ার্ড। যেটার উপর ভিত্তি করে আপনার নামের নীচের টাইটেল অটো পরিবর্তন হয়। যেমন আপনার যদি কোনো Points / Trophy না থাকে তবে আপনার টাইটেল হবে New member, আর যদি ৫টা Points / Trophies থাকে তবে আপনার টাইটেল Member আর এভাবে আপডেট হতে থাকবে। কিভাবে ট্রফি দেওয়া হয় সেটা দেখতে এই  লিংকে  ভিজিট করুন।
Credits কী?

Credits হচ্ছে আমাদের ফোরমের রিওয়ার্ড সিস্টেম।

  • এটা কি কাজে লাগবে?

- ক্রেডিট দিয়ে আপনি আমাদের ফোরামের বিভিন্ন ফ্যাসিলিটি উপভোগ করতে পারবেন যা সময়ের সাথে সাথে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তবে সবচেয়ে উপকৃত হবেন আমাদের Giveaway তে।

আমাদের Giveaway গুলোতে ক্রেডিট ছাড়া অংশগ্রহণ করতে পারবেন না। উদাহারন সরূপ - Giveaway তে অংশগ্রহণের জন্য আপনার ১০ ক্রেডিটের প্রয়োজন পড়বে, তখন আপনি আপনার ক্রেডিট থেকে ১০ ক্রেডিট দিয়ে GiveAway তে অংশগ্রহণ করবেন। মনে রাখা ভালো যে এখানে কোনো প্রকার আর্থিক লেনদেন সংগঠিত হবেনা এবং কেউ আর্থিকভাবে গ্রতিগ্রস্থ হবেনা।

  • ক্রেডিট কীভাবে অর্জন করবেন?
  • আপনার প্রতিটি কমেন্টের জন্য আপনাকে ০.৫ ক্রেডিট দেওয়া হবে।
  • প্রতিটি পোস্টের জন্য আপনাকে ৫ ক্রেডিট দেওয়া হবে।
  • প্রতিটি রিসোর্স আপলোডের জন্য আপনাকে ১০ ক্রেডিট দেওয়া হবে।

জাযাকুমুল্লাহু খাইরান।

Total Threads
8,094Threads
Total Messages
9,690Comments
Total Members
1,361Members
Latest Messages
Amir104Latest member
Top