ইমাম ইবনু তাইমিয়্যাহ রাহ. এর ছাত্র ইবনুল কাইয়্যিম বলেন,
শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যা রাহিমাহুল্লাহ বিপদের সময় আয়াতে ছাক্যিনাহ পাঠ করতেন।
আমি তাকে তার অসুস্থতার সময়কালীন ঘটা একটা চমৎকার ঘটনা বলতে শুনেছি। মানব জ্ঞান যেটা বুঝতে ব্যর্থ।
তিনি বলেন, শয়তানি রুহদের সাথে লড়ার সময় তারা দুর্বল করে দেয়ার বল নিয়ে হাজির হলো। যখন বিষয়টা গুরুতর হয়ে উঠলো, আমি আমার আত্মীয় ও আশেপাশের লোকেদের বললাম আয়াতে ছাক্যিনাহ পাঠ করতে। তিনি বলেন, এরপর আমি সেই অবস্থা থেকে মুক্তি পেলাম আর আমার অন্তর রোগমুক্ত হয়ে গেলো।
ইবনুল কাইয়্যিম বলেন, আমিও এই আয়াত পাঠ করে পরখ করেছি যখনই কোনো রোগ আমার অন্তরকে ধরাশায়ী করতে চেয়েছে। আমি দেখেছি যে প্রশান্তি ও দুশ্চিন্তামুক্তির ক্ষেত্রে এর চমৎকার প্রভাব রয়েছে।
ছাক্যিনাহ এর উৎস হলো প্রশান্তি, আল্লাহভীতি ও শান্তি যা রব তার বান্দাদের কলবে স্থাপন করে দেন যখন তারা দুশ্চিন্তার প্রভাবে মানসিকভাবে ভঙ্গুর হয়ে যায়।
وكان شيخ الإسلام ابن تيمية - رحمه الله - إذا اشتدت عليه الأمور: قرأ آيات السكينة.
وسمعته يقول في واقعة عظيمة جرت له في مرضه، تعجز العقول عن حملها - من محاربة أرواح شيطانية، ظهرت له إذ ذاك في حال ضعف القوة - قال: فلما اشتد علي الأمر، قلت لأقاربي ومن حولي: اقرءوا آيات السكينة، قال: ثم أقلع عني ذلك الحال، وجلست وما بي قلبة.
وقد جربت أنا أيضا قراءة هذه الآيات عند اضطراب القلب بما يرد عليه. فرأيت لها تأثيرا عظيما في سكونه وطمأنينته.
وأصل السكينة هي الطمأنينة والوقار، والسكون الذي ينزله الله في قلب عبده، عند اضطرابه من شدة المخاوف.
[মাদারিজুস সালিক্যিন ২য় খণ্ড, ৪৭১ পৃঃ, দারুল কুতুবুল আরাবিয়্যাহ কর্তৃক প্রকাশিত]
ইমাম ইবনুল কাইয়্যিম রাহ. এর মতে আয়াতে ছাক্যিনাহ কুরআনে ছয় জায়গায় এসেছে -
১. قَالَ لَهُمۡ نَبِیُّهُمۡ اِنَّ اٰیَۃَ مُلۡکِهٖۤ اَنۡ یَّاۡتِیَکُمُ التَّابُوۡتُ فِیۡهِ سَکِیۡنَۃٌ مِّنۡ رَّبِّکُمۡ [সূরা বাকারা, আয়াত ২৪৮]
২. ثُمَّ اَنۡزَلَ اللّٰهُ سَکِیۡنَتَهٗ عَلٰی رَسُوۡلِهٖ وَ عَلَی الۡمُؤۡمِنِیۡنَ
[সূরা তাওবা, আয়াত ২৬]
৩. إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا فَأَنْزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَيْهِ وَأَيَّدَهُ بِجُنُودٍ لَمْ تَرَوْهَا
[সূরা তাওবাহ, আয়াত ৪০]
৪. هُوَ الَّذِي أَنْزَلَ السَّكِينَةَ فِي قُلُوبِ الْمُؤْمِنِينَ لِيَزْدَادُوا إِيمَانًا مَعَ إِيمَانِهِمْ وَلِلَّهِ جُنُودُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا
[সূরা ফাতহ, আয়াত ৪]
৫. لَقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمْ فَأَنْزَلَ السَّكِينَةَ عَلَيْهِمْ وَأَثَابَهُمْ فَتْحًا قَرِيبًا
[সূরা ফাতহ আয়াত ১৮]
৬. إِذْ جَعَلَ الَّذِينَ كَفَرُوا فِي قُلُوبِهِمُ الْحَمِيَّةَ حَمِيَّةَ الْجَاهِلِيَّةِ فَأَنْزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَى رَسُولِهِ وَعَلَى الْمُؤْمِنِينَ
[সূরা ফাতহ, আয়াত ২৬]
[মাদারিজুস সালিক্যিন, ২য় খণ্ড, ৪৭০-৪৭১ পৃঃ, বাব - السكينة في الكتاب والسنة]
অনুবাদ - সাফিন চৌধুরী।
© The Ideology Of Salaf - সালাফদের মতাদর্শ (Facebook)
শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যা রাহিমাহুল্লাহ বিপদের সময় আয়াতে ছাক্যিনাহ পাঠ করতেন।
আমি তাকে তার অসুস্থতার সময়কালীন ঘটা একটা চমৎকার ঘটনা বলতে শুনেছি। মানব জ্ঞান যেটা বুঝতে ব্যর্থ।
তিনি বলেন, শয়তানি রুহদের সাথে লড়ার সময় তারা দুর্বল করে দেয়ার বল নিয়ে হাজির হলো। যখন বিষয়টা গুরুতর হয়ে উঠলো, আমি আমার আত্মীয় ও আশেপাশের লোকেদের বললাম আয়াতে ছাক্যিনাহ পাঠ করতে। তিনি বলেন, এরপর আমি সেই অবস্থা থেকে মুক্তি পেলাম আর আমার অন্তর রোগমুক্ত হয়ে গেলো।
ইবনুল কাইয়্যিম বলেন, আমিও এই আয়াত পাঠ করে পরখ করেছি যখনই কোনো রোগ আমার অন্তরকে ধরাশায়ী করতে চেয়েছে। আমি দেখেছি যে প্রশান্তি ও দুশ্চিন্তামুক্তির ক্ষেত্রে এর চমৎকার প্রভাব রয়েছে।
ছাক্যিনাহ এর উৎস হলো প্রশান্তি, আল্লাহভীতি ও শান্তি যা রব তার বান্দাদের কলবে স্থাপন করে দেন যখন তারা দুশ্চিন্তার প্রভাবে মানসিকভাবে ভঙ্গুর হয়ে যায়।
وكان شيخ الإسلام ابن تيمية - رحمه الله - إذا اشتدت عليه الأمور: قرأ آيات السكينة.
وسمعته يقول في واقعة عظيمة جرت له في مرضه، تعجز العقول عن حملها - من محاربة أرواح شيطانية، ظهرت له إذ ذاك في حال ضعف القوة - قال: فلما اشتد علي الأمر، قلت لأقاربي ومن حولي: اقرءوا آيات السكينة، قال: ثم أقلع عني ذلك الحال، وجلست وما بي قلبة.
وقد جربت أنا أيضا قراءة هذه الآيات عند اضطراب القلب بما يرد عليه. فرأيت لها تأثيرا عظيما في سكونه وطمأنينته.
وأصل السكينة هي الطمأنينة والوقار، والسكون الذي ينزله الله في قلب عبده، عند اضطرابه من شدة المخاوف.
[মাদারিজুস সালিক্যিন ২য় খণ্ড, ৪৭১ পৃঃ, দারুল কুতুবুল আরাবিয়্যাহ কর্তৃক প্রকাশিত]
ইমাম ইবনুল কাইয়্যিম রাহ. এর মতে আয়াতে ছাক্যিনাহ কুরআনে ছয় জায়গায় এসেছে -
১. قَالَ لَهُمۡ نَبِیُّهُمۡ اِنَّ اٰیَۃَ مُلۡکِهٖۤ اَنۡ یَّاۡتِیَکُمُ التَّابُوۡتُ فِیۡهِ سَکِیۡنَۃٌ مِّنۡ رَّبِّکُمۡ [সূরা বাকারা, আয়াত ২৪৮]
২. ثُمَّ اَنۡزَلَ اللّٰهُ سَکِیۡنَتَهٗ عَلٰی رَسُوۡلِهٖ وَ عَلَی الۡمُؤۡمِنِیۡنَ
[সূরা তাওবা, আয়াত ২৬]
৩. إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا فَأَنْزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَيْهِ وَأَيَّدَهُ بِجُنُودٍ لَمْ تَرَوْهَا
[সূরা তাওবাহ, আয়াত ৪০]
৪. هُوَ الَّذِي أَنْزَلَ السَّكِينَةَ فِي قُلُوبِ الْمُؤْمِنِينَ لِيَزْدَادُوا إِيمَانًا مَعَ إِيمَانِهِمْ وَلِلَّهِ جُنُودُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا
[সূরা ফাতহ, আয়াত ৪]
৫. لَقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمْ فَأَنْزَلَ السَّكِينَةَ عَلَيْهِمْ وَأَثَابَهُمْ فَتْحًا قَرِيبًا
[সূরা ফাতহ আয়াত ১৮]
৬. إِذْ جَعَلَ الَّذِينَ كَفَرُوا فِي قُلُوبِهِمُ الْحَمِيَّةَ حَمِيَّةَ الْجَاهِلِيَّةِ فَأَنْزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَى رَسُولِهِ وَعَلَى الْمُؤْمِنِينَ
[সূরা ফাতহ, আয়াত ২৬]
[মাদারিজুস সালিক্যিন, ২য় খণ্ড, ৪৭০-৪৭১ পৃঃ, বাব - السكينة في الكتاب والسنة]
অনুবাদ - সাফিন চৌধুরী।
© The Ideology Of Salaf - সালাফদের মতাদর্শ (Facebook)
Attachments