বাচ্চাদের জন্য পরিত্রাণ চাওয়ার দো‘আ
ইবনু আব্বাস (রাঃ) হ'তে বর্ণিত, রাসূল (ছাঃ) হাসান-হুসাইনের জন্য নিম্নোক্তভাবে পরিত্রাণ চাইতেন,
ইবনু আব্বাস (রাঃ) হ'তে বর্ণিত, রাসূল (ছাঃ) হাসান-হুসাইনের জন্য নিম্নোক্তভাবে পরিত্রাণ চাইতেন,
أَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَّهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَأُمَّةِ
উচ্চারণ : আ'ঊযু বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাতি মিং কুল্লি শাইত্ব-নিওঁ ওয়া হা- ম্মাহ, ওয়া মিং কুল্লি ‘আইনিল লা-ম্মাহ।
অর্থ : 'প্রত্যেক শয়তান হ'তে আল্লাহর পূর্ণ কালেমা দ্বারা তোমাদের দু'জনের জন্য পরিত্রাণ চাচ্ছি। আর পরিত্রাণ চাচ্ছি প্রত্যেক বিষাক্ত কীট হ'তে এবং প্রত্যেক ক্ষতিকর চক্ষু হ'তে'
(বুখারী হা/৩৩৭১; মিশকাত, হা/১৫৩৫, পৃঃ ১৩৪)।
অর্থ : 'প্রত্যেক শয়তান হ'তে আল্লাহর পূর্ণ কালেমা দ্বারা তোমাদের দু'জনের জন্য পরিত্রাণ চাচ্ছি। আর পরিত্রাণ চাচ্ছি প্রত্যেক বিষাক্ত কীট হ'তে এবং প্রত্যেক ক্ষতিকর চক্ষু হ'তে'
(বুখারী হা/৩৩৭১; মিশকাত, হা/১৫৩৫, পৃঃ ১৩৪)।
আইনে রাসূল (ছাঃ) দো'আ অধ্যায়
প্ৰকাশক :
আব্দুর রাযযাক বিন ইউসুফ
প্ৰকাশক :
আব্দুর রাযযাক বিন ইউসুফ