রাস্তা-ঘাট, বাসা-বাড়ি, সফর-এলাকায়, মাঠে-ঘাটে-সহ যেকোনো স্থানে যদি যিকির করা হয়, তবে কিয়ামতের দিন তার পক্ষে অনেকেই সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যাবে। কেননা রাস্তা-ঘাট, বাসা-বাড়ি, সফর-এলাকা, মাঠ- ঘাট সবই কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষী দেবে। আল্লাহ তাআলা বলেন,
"যখন প্রচণ্ড কম্পনে জমিন প্রকম্পিত...