যারা কুরআনকে আল্লাহর কথা হিসাবে স্বীকার করতে চায়নি, তাদের মোকাবেলায় বলা হয়েছে “তাহলে কুরআনের অনুরূপ বা এর কোনো সূরা বা আয়াতের অনুরূপ রচনা করে আনো।” পক্ষান্তরে রাসূলের কথাকে যারা বিভিন্নভাবে মানতে চায়নি, তাদের জবাবে বলা হয়েছে “তোমাদের সাথি পাগল, কবি, গণক নন। তিনি মনগড়া কথা বলেন না। তিনি যা...