কখনো বলা হয়, 'হাদীসটির সনদ সহীহ।’ হাসানের ক্ষেত্রেও এমনটি বলা হয়। তাহলে দুটি কথার মাঝে পার্থক্য কী? আসলে কোনও হাদীস সহীহ বা হাসান হয় সনদ ও মতন উভয়ই বিচার করে। সুতরাং যখন হাদীসের সনদ সহীহ বা হাসান হয়, কিন্তু মতন শুযূয বা ইল্লতের কারণে তা হয় না। ফলে বলা হয়, হাদীসটির সনদ সহীহ' বা ‘হাদীসটির...